আজকাল ওয়েবডেস্ক: ফের রক্ত ঝড়ল মণিপুরে। কুকি জঙ্গিদের হামলায় খতম দুই সিআরপিএফ জওয়ান। আহত হয়েছেন আরও দুই জওয়ান। শনিবার মধ্যরাত থেকে এই সংঘর্ষ চলছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শনিবার গভীর রাত থেকে বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলছে জঙ্গিদের। ওই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর একটি চেকপোস্ট রয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে সেই চেকপোস্ট লক্ষ্য করেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। হঠাৎ হামলায় সেনারা একটু হকচকিয়ে গেলেও, তারাও পাল্টা গুলি চালাতে শুরু করেন। কিছুক্ষণ গুলির লড়াই চলার পর জঙ্গিরা আউটপোস্ট লক্ষ্য করে বোমা ছোড়ে। ওই শক্তিশালী বিস্ফোরণেই আহত হন চার জন সিআরপিএফ জওয়ান। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই জওয়ান মারা যান। গুরুতর জখম দুই জওয়ান। তাঁদের চিকিৎসা চলছে।
গোটা এলাকা কর্ডন করে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও আধাসেনা। এলাকায় কুকি জঙ্গিদের বড়সড় ডেরা রয়েছে বলে ‘মিলিটারি ইন্টেলিজেন্স’ থেকে আগেই খবর পেয়েছিল যৌথবাহিনী।
গোটা এলাকা কর্ডন করে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও আধাসেনা। এলাকায় কুকি জঙ্গিদের বড়সড় ডেরা রয়েছে বলে ‘মিলিটারি ইন্টেলিজেন্স’ থেকে আগেই খবর পেয়েছিল যৌথবাহিনী।
