আজকাল ওয়েবডেস্ক: গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল দুই বিজেপি নেতার। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার সম্বলপুরে। এই দুর্ঘটনায় আরও দু'জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। এটি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা তা খতিয়ে দেখছে সম্বলপুর থানার পুলিশ।

দুর্ঘটনায় মৃত দুই বিজেপি নেতা হলেন দেবেন্দ্র নায়ক এবং মুরলীধর ছুরিয়া। দেবেন্দ্র গোশালার মণ্ডল প্রেসিডেন্ট এবং মুরলীধর দলেরই কর্মী। দু'জনেই রেঙ্গালিয়ার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা নৌরি নায়কের ঘনিষ্ঠ। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে মোট ছয় জন ছিলেন। সকলেই ভুবনেশ্বর থেকে ফিরছিলেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। এই মুহূর্তে সম্বলপুরে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আহতদের সঙ্গে গিয়ে তিনি হাসপাতালে দেখা করেন। 

আহতদের একজনের বয়ান অনুযায়ী, তাঁদের গাড়িটিকে একই ট্রাক তিনবার ধাক্কা মেরেছে তার ফলেই এই দুর্ঘটনা। তিনি বলেন, ''প্রথমে ট্রাকটি সাইড থেকে ধাক্কা মারে। কিছুক্ষণ পরেই পিছন থেকে আরও একবার। আমরা বুঝতে পারি ইচ্ছাকৃত ধাক্কা মারা হচ্ছে। সেই জন্য রাস্তা বদলে গ্রামের পথে গাড়ি ছোটানো হয়। ট্রাকটিও পথ পরিবর্তন করে গ্রামের রাস্তা ধরে। এর পর তৃতীয়বার ধাক্কা মারে এবং আমাদের গাড়িটি উল্টে যায়।'' তিনি আরও বলেন, ''ভুল করে কেউ একটি গাড়িকে একবার ধাক্কা দিতে পারে, তিনবার নয়।''

ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ট্রাকটিতে করে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। সম্বলপুর থানার এসপি মুকেশ কুমার ভামু বলেন, ''দেবেন্দ্র নায়েকের ছেলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ইচ্ছাকৃত এই দুর্ঘটনা ঘটানো হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।''