আজকাল ওয়েবডেস্ক:‌ দুঃস্থদের ঘর তৈরির জন্য রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পের মাধ্যমে গরিবদের ঘর তৈরির টাকা দেওয়া হয়। অনেক সময়ই এই টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ উঠেছে। প্রধানত কয়েকটি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। এবার এই আবাস যোজনার টাকা নিয়ে উত্তরপ্রদেশে যা ঘটেছে, তাতে চোখ কপালে ওঠার জোগাড়।



প্রথম কিস্তির টাকা পেয়ে যোগী রাজ্যের ১১ জন তরুণী স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন!‌ ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি সোশ্যাল মিডিয়া– সব জায়গায় এই ঘটনার চর্চা চলছে। 



উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ ‌জেলায় এই ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই জেলার অন্তত ২,৩৫০ জন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন। সেখানকার শীতলপুর, চটিয়া, রামনগর, বকুলডীহা, খসড়া সহ একাধিক গ্রামের বাসিন্দারা এই টাকা পেয়েছেন। এর মধ্যে অন্তত ১১ জন তরুণী প্রথম কিস্তির ৪০ হাজার টাকা নিয়ে স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।