আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় মৃত অন্তত ১১ জন। আহত অন্তত চার জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধেয় দিল্লির আলিপুর এলাকায়। সেখানকার দয়ালপুর মার্কেটে একটি রঙের কারখানায় সন্ধেয় আগুন লাগে। দমকল সূত্রে জানা গেছে, বিকেল ৫.২৫ নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকল। একে একে হাজির হয় ২২টি ইঞ্জিন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। জানা গেছে ওই কারখানায় রঙের কাঁচামাল তৈরি হত। ফলে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। তাই বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন পাশের কয়েকটি বিল্ডিংয়েও ছড়িয়ে পড়েছিল। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট হয়। মৃতদের শনাক্তকরণের চেষ্টা চলছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আহতদের মধ্যে এক জন পুলিশকর্মীও রয়েছেন।
জানা গেছে এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। জানা গেছে ওই কারখানায় রঙের কাঁচামাল তৈরি হত। ফলে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। তাই বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন পাশের কয়েকটি বিল্ডিংয়েও ছড়িয়ে পড়েছিল। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট হয়। মৃতদের শনাক্তকরণের চেষ্টা চলছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আহতদের মধ্যে এক জন পুলিশকর্মীও রয়েছেন।
