আজকাল ওয়েবডেস্ক: কন্ট্যাক্ট লেন্স এখন আর শুধু প্রয়োজনের বিষয় নয়। স্টাইলের জন্যেও অনেকে লেন্স পরেন। অনেকেই আবার চোখে পাওয়ার থাকলেও চশমা ব্যবহার করতে চান না। নেপথ্যে একাধিক কারণ। কেউ ভাবেন সাজ নষ্ট হয়ে যাবে, কেউ আবার রোজকার কর্মকাণ্ডে অসুবিধায় পড়েন। এই অবস্থায় ভরসা কনট্যাক্ট লেন্স। জানেন কি চোখে কনট্যাক্ট লেন্স পরে থাকার সময় কিছু নির্দিষ্ট কাজ করা উচিত নয়, কারণ এতে চোখের ক্ষতি বা মারাত্মক সংক্রমণ হতে পারে।

১. ঘুমানো: কনট্যাক্ট লেন্স পরে ঘুমানো (এমনকী অল্প সময়ের জন্যও) অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘুমের সময় চোখে অক্সিজেন সরবরাহ এমনিতেই কমে যায়। লেন্স পরে শুলে অক্সিজেন সরবরাহ আরও বেশি ব্যাহত করে। এর ফলে কর্নিয়াতে আলসার এবং মারাত্মক সংক্রমণ হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
২. সাঁতার কাটা বা স্নান করা: পুকুর, নদী, সমুদ্র বা সুইমিং পুলের জলে, এমনকি ট্যাপের জলেও মারাত্মক জীবাণু (যেমন - অ্যাকানথামোবিয়া) থাকতে পারে। এই জীবাণু লেন্সের নিচে আটকে গিয়ে চোখে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। এই সংক্রমণ বেড়ে গেলে অন্ধত্ব পর্যন্ত দেখা দিতে পারে। তাই স্নান বা সাঁতারের সময় অবশ্যই লেন্স খুলে রাখা উচিত।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
৩. ধোঁয়া, ধুলোবালি বা রাসায়নিক পদার্থের সংস্পর্শে কাজ করা: ধুলোবালি, ধোঁয়া, রাসায়নিক বাষ্প বা স্প্রে (যেমন - হেয়ার স্প্রে, ডিওডোরেন্ট) লেন্সের উপর বা নিচে আটকে যেতে পারে। এর ফলে চোখে জ্বালা, অস্বস্তি, কর্নিয়াতে আঁচড় লাগার মতো ঘটনা ঘটতে পারে। এই ধরনের পরিবেশে কাজ করার সময় লেন্স না পরা বা উপযুক্ত সুরক্ষাসামগ্রী ব্যবহার করা উচিত।
৪. চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও আই ড্রপ ব্যবহার করা: কনট্যাক্ট লেন্স পরে কোনও ধরনের চোখের ড্রপ ব্যবহার করা উচিত নয়। কিছু ড্রপ লেন্সের ক্ষতি করতে পারে, যা চোখে অস্বস্তি বা সমস্যা তৈরি করে। কনট্যাক্ট লেন্স পরা অবস্থায় শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা লেন্স-উপযোগী আই ড্রপ ব্যবহার করা উচিত।

৫. জোর করে চোখ রগড়ানো: চোখে লেন্স পরা অবস্থায় জোরে রগড়ালে লেন্স স্থানচ্যুত হতে পারে, ছিঁড়ে যেতে পারে বা লেন্সের নিচে থাকা কোনও ময়লা কর্নিয়াতে ঘষা লেগে ক্ষত সৃষ্টি করতে পারে। চোখে অস্বস্তি হলে লেন্স খুলে পরিষ্কার করা বা লুব্রিকেটিং ড্রপ ব্যবহার করা নিরাপদ।