আজকাল ওয়েবডেস্ক: স্বামীকে বেঁধে রাখতে চান না তিনি। বরং চান স্বামীর গুণের স্বাদ পান অন্যরাও। সেই কারণেই নিঃসঙ্কোচে স্বামীকে ভাগ করে নেন অন্যদের সঙ্গে। হিউস্টনের বাসিন্দা ওই মহিলার নাম জাহনিস গ্রোস। নেটপ্রভাবী গ্রোস তাঁর স্বামী জনাথন গ্রোসকে অবিবাহিত মহিলাদের সঙ্গে ‘ভাগ করে নেওয়ার’ উদার সিদ্ধান্তের জন্য ভাইরাল হয়েছেন।

একটি ইউটিউব ভিডিওতে জাহনিস ব্যাখ্যা করেছেন তাঁর এই সিদ্ধান্তের কারণ। কেন তিনি জনাথনকে অন্য মহিলাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছুক? ৩৭ বছর বয়সি জাহনিস জানিয়েছেন জনাথনের সঙ্গে তাঁর আলাপ ২০১২ সালে। এক বছর ডেটিং করার পর, জাহনিস জানতে পারেন যে তিনি নিজে সার্ভিকাল ক্যানসারে আক্রান্ত। কিন্তু অনিশ্চিত ভবিষ্যত সত্ত্বেও তাঁকে ছেড়ে যাননি জনাথন। 

পরে চিকিৎসা সফল হয় এবং জাহনিস আরোগ্য লাভ করেন। এর ৬ বছর পরে বিয়ে করেন দু’জন। তিন সন্তানকে নিয়ে সুখের সংসার তাঁদের। জাহনিস চান তাঁর স্বামী ঠিক যেমন ভাবে তাঁকে সম্মান করেন, অন্য মহিলারাও যেন সেই সম্মান পান। সেকারনেই স্বামীকে অন্য মহিলাদের সাহায্য করতে পাঠান তিনি। জাহনিস জানিয়েছেন, যে কোনও রমণী তাঁর স্বামীকে ঘরোয়া কাজে সহায়তা করার জন্য ডাকতে পারেন। টিভি লাগাতে, আসবাবপত্র সরাতে বা বাগান করতে সাহায্য করার জন্য সহায়তা চাইতে পারেন। জনাথন সব সময় সহায়তা করার জন্য প্রস্তুত। জাহনিস ব্যাখ্যা করেন, মহিলারা যে একজন পুরুষের থেকে ভাল ব্যবহার পেতে পারেন, সেটা তাঁদের বুঝতে হবে। তাঁর আশা, জনাথনকে দেখেই বিষয়টা শিখবেন অবিবাহিত মেয়েরা।