আজকাল ওয়েবডেস্ক: সম্পর্কের সম্মান রাখতে পারে ক’জন? নাকি সম্পর্কের আদৌ কোনও নির্দিষ্ট সমীকরণই হয় না? এমনই নানান প্রশ্ন উঠেছে সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। সেই পোস্টে এক মহিলা অভিযোগ করেছেন, তাঁর স্বামী নাকি অন্য এক মহিলার সঙ্গে স্নান করেন।

ঠিক কী হয়েছে তাঁর সঙ্গে? কী জানিয়েছেন ওই মহিলা? এক্স ইউ এ এন নামের একটি ফেসবুক পেজে নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা জানিয়েছেন, স্বামীর এক ‘অদ্ভুত’ অভ্যাসে স্তম্ভিত হয়ে গিয়েছেন তিনি। মালয়েশিয়ার বাসিন্দা ওই নারী  বিবাহের তিন বছর পর স্বামীর সম্পর্কে এমন এক বিষয় জানতে পারেন যা তাঁকে চরম অস্বস্তিতে ফেলেছে। ফেসবুক পেজটিতে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করতে গিয়ে তিনি জানান, তাঁর স্বামী নাকি এখনও নিজের ছোট বোনের সঙ্গে একসঙ্গে স্নান করেন! যদিও তাঁদের বয়স এখন তিরিশের কোঠায় তবুও তাঁর স্বামীর দাবি, “স্নানের নেপথ্যে অন্য কোনও কারণ নেই। এটা নিছকই অভ্যাস।”
আরও পড়ুন: ‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ
অভিযোগকারী মহিলা আরও জানান, তিনি বরাবরই জানতেন যে তাঁর স্বামী ও ননদ খুবই ঘনিষ্ঠ। ভেবেছিলেন, ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়ার কারণে এই বন্ধন স্বাভাবিক। কিন্তু সেই ধারণা বদলে যায় শ্বশুরবাড়িতে যাওয়ার পর। মহিলা লিখেছেন, তাঁর ননদ অস্ট্রেলিয়ায় থাকেন। ঘটনাক্রমে সেদিন তিনি বাপের বাড়িতে এসেছিলেন। স্বামী স্নান করতে গেলে প্রথমে গুরুত্ব দেননি স্ত্রী। কিন্তু কিছুক্ষণ পর যা দেখেন, তাতে আঁতকে ওঠেন তিনি। দেখেন স্বামী একা নন, স্নান ঘর থেকে একসঙ্গে বেরিয়ে আসছেন ননদ।
আরও পড়ুন: ছেলের শুক্রাণুতে সন্তানধারণ করলেন ৭০-এর অভিনেত্রী! সন্তান না নাতি? তুমুল বিতর্ক
ঘটনায় হতবাক হলেও পরিবারের সামনে কিছু বলেননি তিনি। পরে আলাদা করে প্রশ্ন করলে স্বামী বলেন, “ছোটবেলা থেকে আমরা একসঙ্গে স্নান করি, এ নিছকই অভ্যাস।” এখানেই শেষ নয়। স্বামী এরপর আরও অবাক করার মতো প্রস্তাব দেন। বলেন, “পরের বার তুমি-ও ওর সঙ্গে স্নান করো, তাতে তোমাদের বন্ধুত্ব আরও মজবুত হবে।”
নিজের এই অভিজ্ঞতা লিখে ওই মহিলা জানান, স্বামী যাই বলুন। বিষয়টি তিনি কোনও ভাবেই মেনে নিতে পারছেন না। উপরন্তু দুই মাস পরে তাঁদের অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা। সেখানে ননদের বাড়িতেই থাকার কথা তাঁদের। পোস্টের শেষে তিনি জানতে চান, এই ঘটনা কি আদৌ স্বাভাবিক? তিনি কি সত্যিই অতিরিক্ত চিন্তা করছেন? নাকি স্বামীর আচরণই অস্বাভাবিক?