ছেলের শুক্রাণুতে সন্তানধারণ করলেন ৭০-এর অভিনেত্রী! সন্তান না নাতি? তুমুল বিতর্ক

img

বয়স কোনও প্রতিবন্ধকতা নয়। সত্তরের কাছে পৌঁছেও সন্তানের জন্ম দিয়েছেন এক অভিনেত্রী। স্পেনের নামজাদা ওই চিত্রতারকার নাম অ্যানা ওব্রেগন।

img

৮০ এবং ৯০ এর দশকে অভিনয় দক্ষতার গুণে বহুবার শিরোনামে এসেছেন অভিনেত্রী। এবার বৃদ্ধ বয়সে এসেও আবার শিরোনামে তিনি।

img

বার্ধক্য পৌঁছে নিজের নাতনির জন্ম দিয়েছেন অভিনেত্রী। সেকথা সর্বসমক্ষে স্বীকারও করে নিয়েছেন তিনি। কিন্তু কেন এই বয়সে এমন পদক্ষেপ?

img

বর্তমানে অ্যানার বয়স ৭০। কয়েক বছর আগে তাঁর জীবনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। অভিনেত্রীর একমাত্র পুত্র আলেস-এর ক্যানসার ধরা পড়ে। ২০২২ এ মাত্র ২৭ বছর বয়সে মারা যান আলেস। কিন্তু মৃত্যুর আগে নিজের শুক্রাণু সংরক্ষণ করে গিয়েছিলেন তিনি।

img

সেই শুক্রাণু কাজে লাগিয়েই এবার সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। অর্থাৎ আইভিএফ পদ্ধতিতে ধাত্রী মা হয়েছেন অ্যানা।

img

অভিনেত্রীর দাবি, সন্তানের মৃত্যুর পর থমকে গিয়েছিল তাঁর জীবন। পুত্রের মৃত্যু মেনে নিতে পারেননি তিনি। অন্ধকারে ডুবে গিয়েছিলেন।

img

যখন তিনি জানতে পারেন যে পুত্রের শুক্রাণু সংরক্ষিত রয়েছে, তখন সিদ্ধান্ত নেন সেই শুক্রাণু কাজে লাগিয়ে নাতি বা নাতনির জন্ম দেবেন তিনি। এভাবেই নিজের হারানো সন্তান ফিরে পেতে চান তিনি।

img

কিন্তু স্পেনে সরোগেসি নিষিদ্ধ হওয়ায় আমেরিকার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। সেখানেই এক কিউবান মহিলার ডিম্বাণু কাজে লাগিয়ে নাতনির জন্ম দেন অ্যানা।

img

অভিনেত্রী যা করেছেন তা উচিত না অনুচিত তা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। তবে আপাতত বিতর্কে কান দিতে নারাজ অ্যানা। নাতনির নাম রেখেছেন অনিতা। তাঁর সঙ্গেই হেসে খেলে দিন কাটাচ্ছেন তিনি।