আজকাল ওয়েবডেস্ক: ঘড়ি পরতে কে না ভালবাসেন? যে কোনও পোশাকের সঙ্গেই হাতে ঘড়ি এক অন্য মাত্রা দেয়। প্রয়োজন ছাড়া মানুষ শখেও ঘড়ি পরে। অনেকের পোশাকের সঙ্গে ম্যাচিং করে ঘড়ি কেনার আবার অনেকের বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি সংগ্রহের নেশা রয়েছে। 

 

 

ঘড়ি হাতে পরার চল এল কী করে? যুদ্ধের সময় একদল সৈনিক চামড়ার স্ট্র্যাপে ঘড়ি আটকে কবজিতে পরা শুরু করলো। তাদের মূল লক্ষ ছিল মিলিটারি অপারেশনের প্রতি মিনিটকে নথিবদ্ধ করা। আর এমনটা করতে গেলে বারে বারে পকেট থেকে ঘড়ি বার করা ছিল বেজায় মুশকিল কাজ। তাই সে সময় থেকে শুরু হল কবজিতে ঘড়ি পরা। সেই শুরু।  

 

 

সাধারণত দেখা যায় মেয়েরা তাদের ডান হাতে ঘড়ি পরে, ছেলেরা তাদের বাম হাতে ঘড়ি পরে। এটা মামুলি ব্যাপার মনে হলেও এর পেছনেও কি রয়েছে কোনও কারণ? 

 

 

মেয়েরা এবং ছেলেরা তাদের সুবিধা অনুযায়ী ঘড়ি পরে থাকে। বেশিরভাগ লোক তাদের বাম হাতে ঘড়ি পরেন। কারণ এর অনেক উপকারিতা রয়েছে। যেমন ঘড়ি নিরাপদ থাকে। জল কম লাগে। কারণ জল বেশি ঘাঁটা হয় ডান হাত দিয়ে। এছাড়া বারবার সময় চেক করতেও কোনও সমস্যা হয় না। কিছু লেখার সময় প্রয়োজন হয় ঘড়ি দেখার। বাম হাতে ঘড়ি পড়লে সেটা দেখতে সুবিধা হয়। এর কারণ মানুষ সাধারণত ডান হাত দিয়ে লেখেন, খাওয়া বা অন্যান্য কাজের জন্য বেশি ব্যবহার করেন ডান হাত। তাই ঘড়িটি বাম হাতে পরা বেশি সুবিধাজনক যাতে কোনও কাজে সমস্যা না হয়। তাই ফ্যাশনের জন্য হোক কিংবা পোশাকের সঙ্গে মিলিয়ে হোক, বাম হাতে ঘড়ি পরা সুবিধেজনক। তবে বাম হাতি হলে অবশ্য আলাদা কথা। সেক্ষেত্রে তারা অনেক সময় ডান হাতে ঘড়ি পরতে পছন্দ করেন।