চুলের স্বাস্থ্যের জন্য তেল মাখা জরুরি। সেই কোন কাল থেকে মা-ঠাকুমারা চুলে তেল মাখার পরামর্শ দিয়ে আসছেন। তাই যুগ যুগ ধরে চুলের ঘরোয়া রূপটানে তেলই সবার আগে জায়গা পেয়েছে। যদিও বর্তমানে চুলে তেল মাখা আদৌ উপকারী কিনা তা নিয়ে মতবিরোধ রয়েছে! আজকাল অনেক চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মতে, চুলের জন্য তেল ক্ষতিকারক। আবার পুরনো ধারণাতে বিশ্বাস করে চুলের স্বাস্থ্যের জন্য অনেকেই নিয়মিত তেল মাখেন। কিন্তু জানেন কি মাথায় তেল মাখা শুধু চুলের স্বাস্থ্যের জন্য নয়, শাস্ত্রের দিক থেকেও গুরুত্বপূর্ণ। শাস্ত্রে চুলে তেল লাগাতে যেমন শুভ দিনগুলোর কথা বলা হয়েছে, তেমনই সপ্তাহের কিছু দিন চুলে তেল লাগালে অশুভ বলে মনে করা হয়। তাহলে সপ্তাহের কোন দিন তেল মাখলে কী হতে পারে, আসুন জেনে নেওয়া যাক সেই বিষয়ে- 

হিন্দু ধর্মে প্রতিটি দিনের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। সোমবার থেকে রবিবার পর্যন্ত, সপ্তাহের প্রতিটি দিনই কোনও দেবতাকে উৎসর্গ করা হয়। কোন দিন চুল ধুতে হবে আর কোন দিন নয়, এই বিষয়েও উল্লেখ রয়েছে। কিন্তু জানেন কি চুলে তেল মাখার দিনটিও শাস্ত্রে বলা হয়েছে। অর্থাৎ কোন দিন তেল মাখলে কী হতে পারে, সেই নিয়েও ব্যাখ্যা দিয়েছে শাস্ত্র। যেমন সোমবার চুলে তেল লাগালে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। বুধবার তেল লাগালে সম্পর্কের বাঁধন মজবুত হয়। শুক্রবার তেল লাগালে শুক্রদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং ধন-সম্পদ লাভ হতে পারে।

আরও পড়ুনঃ মা হতে চলেছেন? সন্তান প্রসবের পর এই সব শারীরিক পরিবর্তনের কথা জানা আছে তো!

শাস্ত্র মতে, মঙ্গল, বৃহস্পতিবার, শনিবার চুলে তেল লাগানো খুবই খারাপ। মঙ্গলবার তেল মাখলে জীবনের নানা সমস্যায় সর্বক্ষণ জর্জরিত থাকতে পারেন। সপ্তাহের এই দিনে চুলে তেল লাগালে আপনার জীবন থেকে দুঃখের শেষ হবে না এবং কোনও না কোনও সমস্যা সবসময় আপনার সঙ্গে থাকবে। বৃহস্পতিবার চুলে তেল দিলে ঋণের বোঝা বাড়তে পারে। একইসঘঙ্গে সৌভাগ্য নষ্ট হতে থাকে এবং নানা ধরনের ঝামেলায় পড়তে পারেন। অন্যদিকে, শনিবার তেল মাখলে কোনও কাজ করতে বিলম্ব হতে পারে এবং কর্মফলের জালে জড়িয়ে পড়তে পারেন। 

রবিবার চুলে তেল লাগাতে অনেকেই পছন্দ করে। তবে ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি করা ঠিক বলে মনে করা হয় না। কথিত আছে, রবিবার চুলে তেল লাগালে অসুখ-বিসুখ পিছু ছাড়ে না। সামান্য কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন।