আজকাল ওয়েবডেস্কঃ চুলে অনেকেই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেন। চুলের জন্য এই ভিটামিনের জুড়ি নেই। নতুন চুল গজাতে সাহায্য করার পাশাপাশি ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই ভিটামিন। যা চুল পড়া বন্ধ করতে পারে।

হেয়ার ফলিকলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এই ভিটামিন। এ ছাড়া চুলের গোড়ায় রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। চুলে পর্যাপ্ত পুষ্টি জোগায় এই ভিটামিন। চুলের গোড়া মজবুত করতে ভিটামিন ই ক্যাপসুলের বিকল্প নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি, দূষণ ও ধুলো-ময়লা থেকে চুলকে রক্ষা করে। যে কোনও চুলের হেয়ার সিরাম বা মাস্ক ব্যবহার করতে চাইলে অনায়াসেই এই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। 

এই ভিটামিন অ্যান্টিঅক্সিড্যান্টের ভূমিকা পালন করে। যে কারণে আপনার চুলের জেল্লা তো বাড়বেই, সেই সঙ্গে স্ক্যাল্পের অন্যান্য সমস্যাও বাগে চলে আসবে। চুল ভাল রাখতে তেল মালিশ করা জরুরি। তেল কেনার সময় উপকরণে এক বার চোখ বুলিয়ে দেখে নিন, কোথাও ভিটামিন ই আছে কি না। থাকলে ভাল, না থাকলেও সমস্যা নেই। নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন। ভিটামিন ই সমৃদ্ধ তেল চুলের বৃদ্ধি ঘটায়। চুলের ঘনত্বও বেশি হয়। পুষ্টি পায় চুল। খুশকির সমস্যাতেও এই টোটকা কার্যকরী হতে পারে।