হামেশাই প্রায় হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে এসে ভেস্তে যাচ্ছে কোন কারণ ছাড়াই? নিত্যদিন কপালে জুটছে বসের বকা? আপনার কাছে না এসে প্রজেক্ট অন্য কারও কাছে চলে যাচ্ছে, বা অন্য কোনও না কোনও সমস্যা লেগেই রয়েছে? নেপথ্যে আপনার অফিস ব্যাগ নেই তো? ভুলেও সঙ্গে রাখবেন না এই জিনিস। এগুলো নেতিবাচক উর্জাকে আকর্ষণ করে, উন্নতি আটকায়।
কী কী জিনিস একদমই অফিস ব্যাগে রাখবেন না?
*অফিস ব্যাগ সবসময় পরিষ্কার রাখবেন। আবর্জনা রাখবেন না। কাগজের টুকরো, খাবার খেয়ে তার প্যাকেট ব্যাগে রেখে দেবেন না। এমনকী অপ্রয়োজনীয় বিল, কাগজ কিছুই রাখবেন না। এগুলো মানসিক বিভ্রান্তি তৈরি করে। জটিলতা তৈরি করে। নেতিবাচক উর্জাকে আকর্ষণ করে।
*ব্যাগে কখনই কোনও ধারাল জিনিস রাখবেন না। যেমন ছুরি, ভেঙে যাওয়া বা ছুঁচালো কিছু রাখবেন না ভুলেও। এতেও নেতিবাচকতা বাড়ে। খারাপ উর্জা আপনার দিকে আকর্ষিত হয়। যদি একান্তই কাঁচি বা ছুরি জাতীয় কিছু ব্যাগে রাখতেই লাগে তাহলে আলাদা একটা ছোট ব্যাগ বা কাগজে মুড়ে রাখবেন।
*অতিরিক্ত ভারী ব্যাগ বহন করবেন না। অপ্রয়োজনীয়, একগাদা জিনিস লাগতে পারে ভেবে সঙ্গে নিয়ে রোজ যাতায়াত করবেন না। এতে কর্মজগতে উন্নতি হয় না। গ্রোথ বাধা প্রাপ্ত হয়।
*ব্যাগ অগোছালো রাখবেন না একদমই। এতে ছোট ছোট কাজেও বাধা আসে। হওয়া কাজ আটকে যায়।
তাহলে কী করণীয়?
O কিছু সময় অন্তর অন্তর ব্যাগ পুরো খালি করুন। ঝেড়ে পরিষ্কার করুন। প্রয়োজনে কেচে নিন। অদরকারি জিনিস বের করুন।
O যে কাগজ লাগবে সেগুলো দূর করে দিন ব্যাগ থেকে।
O ঢাকনা ছাড়া, ভাঙা বা কালি শেষ হয়ে যাওয়া পেন ফেলে দিন।
O ভাঙা বা কাজ করে না এমন হেডফোন বা চার্জার রাখবেন না। কাজ না এমন গ্যাজেট না বাড়িতে, না ব্যাগে রাখবেন কখনও। সচল চার্জার ব্যাগে রাখলেও সেটাকে যেমন তেমন ভাবে জট যুক্ত রেখে দেবেন না।
এই ধরনের জিনিস পজিটিভ উর্জাকে দুর্বল করে। নেতিবাচকতাকে আকর্ষণ করে। মানসিক চাপ বাড়ায়। কাজে বাধা সৃষ্টি করে। ব্যাগে একাধিক জিনিস বয়ে নিয়ে যাওয়ার বদলে অফিসের ড্রয়ারে কিছু জিনিস রেখে আসুন। ব্যাগের আলাদা আলাদা খাপে আলাদা আলাদা জিনিস গুছিয়ে রাখুন।
