আজকাল ওয়েবডেস্কঃ পোষ্য আমাদের পরিবারেরই এক সদস্য। অনেকে ছুটি কাটাতে গেলে প্রিয় পোষ্যটিকে সঙ্গে নিতে চান। তবে পোষ্য নিয়ে ভ্রমণ করতে হলে আগে থেকে পরিকল্পনার দরকার। কারণ মানুষ যে কোনও পরিবেশে মানিয়ে নিতে পারলেও পোষ্যদের সমস্যা হতে পারে। শুধু তাই নয়, আদরের পোষ্যর খাওয়াদাওয়া থেকে শুরু করে স্বাচ্ছন্দ্য, সবকিছুরই নজর রাখতে হয়। তাহলে পোষ্যকে নিয়ে বেড়াতে গেলে কোন কোন বিষয় খেয়াল রাখবেন? জেনে নিন-
* বেড়াতে যাওয়ার আগে পোষ্য সুস্থ আছে কিনা তা ভালভাবে চেকআপ করিয়ে নিন। প্রয়োজনে ভ্যাকসিন, ওষুধ এবং ভ্রমণ সার্টিফিকেট সংগ্রহ করুন। একইসঙ্গে বেড়ানোর সময়ে পোষ্যর কী কী দরকার হতে পারে সেবিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।
* যদি গাড়িতে বেড়াতে যান তাহলে পোষ্যর জন্য মাঝে মাঝে থামতে পারেন। কিন্তু যদি ট্রেনে কিংবা ফ্লাইটে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আগে থেকে এবিষয়ে খবর নিয়ে নিন। শুধু পোষ্য বান্ধব উড়ানই বাছুন।
* পোষ্যের জন্য আলাদা ব্যাগ গোছান। পোষ্যর যদি নির্দিষ্ট কোনও খাবার, ওষুধ থাকে সেগুলি সহ জল, খেলনা, কম্বল ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে নিন।
* পোষ্যকে পরিবহণের জন্য সঠিক ক্যারিয়ার ব্যবহার করুন। আরামদায়ক, বাতাস চলাচলে উপযোগী ও নিরাপদ ক্যারিয়ার বেছে নিন। ট্রেন কিংবা গাড়িতে এই ক্যারিয়ার দরকার পড়বে। প্লেনে গেলে অবশ্য বিমান সংস্থার তরফেই নির্দিষ্ট ক্যারিয়ার দেওয়া হবে।
* হোটেল ও গন্তব্যস্থল সম্পর্কে আগেই তথ্য নিন। পোষ্য-বান্ধব হোটেল ও রেস্তোরাঁ বেছে নিন। সব জায়গায় পোষ্য নেওয়া যায় না। তাই আগে থেকে খোঁজখবর না নিলে পরে অসুবিধায় পড়তে পারেন।
