আজকাল ওয়েবডেস্ক: প্রকৃতির নিয়মে বার্ধক্য একদিন আসবেই। সময়ের আগে এলে তা মোটেই সুখকর নয়। বেশ কয়েক বছর আগেও, কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা খুব একটা দেখা যেত না। আজকাল পরিবর্তিত জলবায়ু, অতিরিক্ত দূষণ সহ বিভিন্ন কারণে ত্বকে অল্প বয়স থেকেই প্রভাব ফেলছে। বয়স ৪০-এর কোটা পেরতে না পেরতেই চেহারায় পড়ছে বার্ধক্যের ছাপ, সঙ্গে জেল্লা হারাচ্ছে ত্বক। তাই সৌন্দর্য ধরে রাখতে ইদানীং বাজার চলতি নামীদামি প্রসাধনীর দিকে বাড়ছে ঝোঁক। কিন্তু সবক্ষেত্রে যে তাতেও লাভ হয়, এমনটা নয়। বরং ত্বকের জেল্লা ধরে রাখতে ভরসা করতে পারেন জবা ফুল দিয়ে তৈরি নাইটক্রিমের উপর। হ্যাঁ, জবা ফুল সহ হাতের কাছের কয়েকটি উপাদান দিয়ে তৈরি নাইটক্রিমই ত্বকের স্বাস্থ্য ফেরাতে কামাল করতে পারে।
ঘরোয়া নাইটক্রিম তৈরি করতে কয়েকটি জবা ফুলের পাপড়িকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখুন। এবার সেই ভেজানো জল ছেঁকে নিয়ে তাতে একে একে নারকেল তেল, অ্যালোভেরা জেল এবং দুটি ভিটামিন ই ক্যাপসুল ভাল করে মিশিয়ে নিন। বেশ পুরু ক্রিমের আকারে তৈরি হয়ে গেলে মিশ্রণটি একটি এয়ারটাইট পাত্রে রেখে দিন। রোজ রাতে মুখ ভাল করে ধুয়ে এই ঘরোয়া ক্রিমটি মাখুন। মাত্র সাত দিনেই পার্থক্য দেখতে পাবেন।
জবাফুল মুখের ত্বককে টানটান রাখে, ত্বকের বয়স কমিয়ে দেয়। জবাফুলের নির্যাসে পাওয়া যায় অ্যান্টিঅক্সিড্যান্ট, যা আপনার ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এছাড়া ত্বকের ভেতর থেকে থেকে টক্সিন বের করে দেয়। এছাড়াও ত্বকের পরিচর্যায় অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার। সঙ্গে নারকেল এবং ভিটামিন ই ক্রিমটির গুণাগুণ আরও বাড়িয়ে দেয়।
