আজকাল ওয়েবডেস্ক: রূপচর্চার অন্যতম ও প্রাথমিক ধাপ হল ত্বক পরিষ্কার করা। ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিংয়ের আগে ত্বকের যত্নে ফেসওয়াশের ব্যবহার অত্যন্ত জরুরি। ত্বকের কোষে ময়লা থেকে গেলে ব্রণ, র‌্যাশ সহ নানা সমস্যা হতে পারে। তাই স্বাস্থ্যকর ত্বকের জন্য ত্বক ভিতর থেকে পরিষ্কার রাখা প্রয়োজন। যার জন্য বাজারচলতি ফেসওয়াশ নয়, বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন ফেসওয়াশ। যা শুধু ত্বক পরিষ্কারই করবে না, দূর হবে ত্বকের ট্যানও। 

২ চামচ বেসন, ১ চামচ হলুদ, ১ চামচ গুঁড়ো দুধ ভাল করে মেশান। মিশ্রণটি একটি কৌটোয় ভরে রেখে দিন। যখনই মুখ পরিষ্কার করবেন, তখন পরিমাণ মতো এই মিশ্রণটি হাতে নিয়ে জল দিয়ে গুলে মুখে মাখুন। কয়েকবার ব্যবহারের পরই বাজারচলতি ফেসওয়াশের সঙ্গে পার্থক্য বুঝতে পারবেন। 

দুধ একটি কার্যকরী প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ব্যবহৃত হয়। এটি ত্বককে মসৃণ করতে সাহায্য করে। ত্বকের ভেতর থেকে ময়লা বার করে, ত্বককে স্বাস্থ্যজ্জ্বল করে তোলে। বেসন ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে। বেসনে ভিটামিন বি২ এবং বি১২ সহ আরও বেশ কিছু উপকারী উপাদান রয়েছে যা ত্বক রাখে টানটান। সহজেই মুখে বয়সের ছাপ পড়তে দেয় না। একইভাবে হলুদও ত্বকের জন্যও খুবই উপকারী। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যে সমৃদ্ধ হলুদ মুখের ব্রণ এবং ত্বকের আরও অনেক সমস্যা দূর করতে সাহায্য করে।