আজকাল ওয়েব ডেস্ক: দাঁতে ব্যথা যে কী কষ্টকর তা ভুক্তভোগীরাই জানেন। সারা দিন তেমন টের পাওয়া না গেলেও মাঝরাতে আচমকাই কাবু করতে পারে দাঁতের অসহ্য যন্ত্রণা। আর বাড়িতে যদি ব্যথা কমানোর ওষুধ না থাকে তাহলে তো কথাই নেই! নেপথ্যে যাই কারণ থাকুক না কেন, রাতবিরেতে আপনিও দাঁতের ব্যথায় কাহিল হতেই পারেন। এই পরিস্থিতিতে চটজলদি কয়েকটি ঘরোয়া টোটকায় স্বস্তি পেতে পারেন। 

১. নুন গরম জলে কুলকুচি- দাঁতের ব্যথা থেকে মুক্তির প্রথম উপায় হল, নুন গরম জলে কুলকুচি। নুন-জলে থাকে প্রাকৃতিক ডিসইফেকটেন্ট যা দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যাবশেষ বা টুকরোকে সরিয়ে দিতে সাহায্য করে। 
২. নুন ও গোলমরিচের পেস্ট- সম পরিমাণ নুন ও গোলমরিচের সঙ্গে জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। দাঁতের উপর এই পেস্ট লাগিয়ে কয়েক মিনিট রাখুন। এতেই উপকার পাবেন
৩. রসুন-এক কোয়া রসুন থেঁতো করে অল্প নুনের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগিয়ে রাখতে পারে। এমনকি খুব বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন চিবিয়ে খেলে যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। 
৪. লবঙ্গ- দাঁতের ব্যথার উপশমে দীর্ঘকাল ধরেই লবঙ্গের ব্যবহার হয়ে আসছে। লবঙ্গ তেল ব্যথার কমানোর জন্য খুবই কার্যকরী। লবঙ্গের তেল তুলোয় ভিজিয়ে দাঁতের গোড়ায় রেখে দিলে ব্যথার উপশম হয়। একটি  লবঙ্গ দাঁতের গোড়ায় রেখে দিলেও উপকার পাবেন। এছাড়াও লবঙ্গ তেল জলে দুফোঁটা মিশিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করা যেতে পারে। 
৫. পেঁয়াজ- যে দাঁতে ব্যথা হবে সেই দাঁত দিয়ে পেঁয়াজ চিবোলেও উপকার পাওয়া যাতে পারে। তা না পারলে পরিমাণ মতো পেঁয়াজের রস ধীরে ধীরে দাঁতের গোঁড়ায় লাগালেও আরাম পাবেন। 
আরাম পাবেন। 
৬. পেয়ারা পাতা- দাঁতে ব্যথা হলে একটা বা দুটো পেয়ারা পাতা চিবিয়ে খেয়ে নিন। দাঁতের গো়ড়ায় পাতার রস ঢুকে কমবে ব্যথা। 
৭. হলুদ- হলুদ দাঁতের ব্যথা ও ফোলাভাব দূর করতে সাহায্য করে। ব্যকটেরিয়া নাশক হিসেবেও পরিচিত হলুদ। দাঁতে ব্যথা হলে হলুদ মেশানো এক গ্লাস দুধ খেতে পারেন বা হলুদের গুঁড়ো জল দিয়ে পেস্ট তৈরি মাড়িতে দিলে উপকার পাবেন।
৮. বরফ- দাঁতে কিংবা মাড়িতে ব্যথা হলে বরফের সেঁক দিলে উপকার পাবেন। তুলোয় কিংবা সুতীর কাপড়ে মুড়ে এক টুকরো বরফ দাঁত, মাড়িতে কিছুক্ষণ চেপে ধরলে ব্যথা কমে যাবে।