আজকাল ওয়েব ডেস্কঃ দূষণ, ধুলো ময়লা বা নানা কারণে ত্বকের বারোটা বাজতে শুরু করে।আমাদের নাকের দুপাশে ভরে যায় ব্ল্যাকহেডস।কারও কম বা কারও বেশি।পার্লারে ব্ল্যাকহেডস তুলতে গেলে 'পুশার’ দিয়ে ব্ল্যাকহেড্‌স বাড়িতে নিজে হাতে তুলতে পারেন না অনেকেই।ইদানীং আবার রাসায়নিক দেওয়া ‘নোজ় স্ট্রিপ’ ব্যবহারের চল হয়েছে।আঠালো কাগজের মতো বস্তুটি নাকের উপর চেপে বসিয়ে দিতে হয়।চামড়ায় চেপে বসে থাকা কাগজ টেনে তুলতে গেলেও যথেষ্ট কষ্ট হয়।তবে এত কষ্ট সহ্য না করে নিতান্ত ঘরোয়া কিছু উপাদান দিয়েও কিন্তু ব্ল্যাকহেড্‌স তুলে ফেলা যায়।
মাসে একবার পার্লারে যেতেই হয়। কারণ, ব্ল্যাকহেড্‌স।
যন্ত্রনায় কাহিল হয়ে যেতে হয়।কিন্তু মুখের সৌন্দর্যকে ম্লান করে দেয় এই ব্ল্যাকহেডস।দিনের পর দিন ত্বকে ময়লা জমতেই থাকে। সঠিকভাবে এক্সফোলিয়েট না করলে ত্বকে নানা সমস্যা বাড়তেই থাকে।এছাড়া যাদের ত্বক তৈলাক্ত, তাদের সমস্যা আরও বেশি। সাধারণত নাকের দুপাশে তেল নিঃসরণ হয় বেশি। এইসব জায়গায় ত্বকের পোরস বা রোমের ফলিকল তেল, মৃত কোষ ও ব্যাকটেরিয়া হয়ে আটকে থাকে, সেটাই ব্ল্যাকহেডস।নাকের পাশ থেকে কালো দানার মতো এই বস্তুটি সরে গেলে মুখ একেবারে কাচের মতো ঝকঝকে হয়ে ওঠে।
তবে এই সমস্যা সবারই আছে।কী উপায়ে ঘরে বসেই এই ব্ল্যাকহেডস দূর করা সম্ভব?দেখে নিন।

একটি পাত্রে কিছুটা সাদা দাঁত মাজার পেষ্ট, অর্ধেক চামচ বেকিং সোডা ও এক চামচ চালের গুঁড়ো দিন।এর সঙ্গে দিন এক চামচ মধু ও অর্ধেক লেবুর রস।শেষে দিন দু'চামচ দুধ।সমস্ত উপকরণগুলো ভাল মতো মিশিয়ে নিন।

নাকে মেখে দু'মিনিট রেখে‌ দিন।শুকিয়ে গেলে তুলো জলে ভিজিয়ে ঘষে তুলুন। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।কোন রকম যন্ত্রনা ছাড়াই এক নিমেষে পরিষ্কার হবে আপনার নাকের ব্ল্যাকহেডস।দুধে আছে এনজাইম, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ উপাদান।তাই দুধ ব্ল্যাকহেডস দূর করতে খুবই কাজে দেয়।এছাড়া ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে আপনার বলিরেখাও মলিন করে।