আজকাল ওয়েবডেস্কঃ ঘন কালো এক ঢাল চুল অনেকেরই ভালো লাগে। কিন্তু ধুলো ময়লা, খুশকি ও অন্যান্য নানা কারণে চুল উঠে যেতে থাকে। আগের মতো ঘন চুল ফেরত পাওয়া যায় না। কিন্তু এই ঘন চুল ফিরিয়ে আনা সম্ভব। তার জন্য ভরসা রাখুন ঘরোয়া এই টোটকায়। 

প্রায় প্রতিটি বাড়িতেই অ্যালোভেরা গাছ থাকে। এর পাতা থেকে তৈরি জেল চুল ও ত্বকের যত্নে বিশেষ কার্যকরী। একটি অ্যালোভেরার টাটকা পাতাকে ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে পেষ্ট বানিয়ে নিন। প্যানে এই পেষ্ট ঢেলে হালকা আঁচে নাড়তে থাকুন। এর উপর ৩-৪ চামচ নারকেল তেল দিন। এক টুকরো আদাকে ঘষে দিন। কিছুক্ষণ ফুটিয়ে এবার বেশ কিছুটা নিম পাতা পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিন। ৫-১০ মিনিট অল্প আঁচে নেড়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে একটি স্প্রে বোতলে ঢেলে রাখুন। সপ্তাহে অন্তত তিনদিন স্নানের আগে চুলের স্ক্যাল্পে এই স্প্রে করুন। আধঘন্টা পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। আপনার চুল সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান এক নিমিষেই হবে। 

অ্যালোভেরা ভিটামিন-সি সমৃদ্ধ হওয়ায় খুশকির সমস্যাতে খুব উপকারী। এছাড়াও চুল ঝলমলে করতে চুলেত গোড়া থেকে আগা পর্যন্ত অ্যালোভেরা জেল লাগাতে পারেন। অ্যালোভেরায় গুরুত্বপূর্ণ প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট ও স্যাপোনিন রয়েছে। চুলের গোড়ায় পুষ্টির ঘাটতি মিটিয়ে হেয়ার গ্রোথে সাহায্য করে অ্যালোভেরা। তাছাড়া এতে প্রোটিওলাইটিক এনজাইমের সন্ধান মেলে, যা চুলের আর্দ্রতার ঘাটতি মেটায়। আর রুক্ষ-ক্ষতিগ্রস্থ চুলের হাল ফেরায় রাতারাতি।
চুলের যত্নে নিমপাতার ভুমিকা অনবদ্য।তাই এই পাতা দিয়ে হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করুন চুলে। খুশকির উপদ্রব কমে চুলের জেল্লা ফিরে আসবে। নিমের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণগুলি হেয়ার ফলিকল এবং চুলের গোড়া শক্ত করে। ফলে চুল পড়ার সমস্যা কমে এবং চুলের বৃদ্ধি হয় ও নতুন চুল গজায়।


নিমে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। যা চুলের জেল্লা ফেরায়। চুলের বৃদ্ধিতেও সাহায্য করে ও ভিতর থেকে পুষ্টি জোগায়। ময়শ্চারাইজ করে চুলকে ডিপ কন্ডিশনিং করে।স্ক্যাল্পে ফাংগাল ইনফেকশন সারিয়ে তুলতে সাহায্য করে।খুশকির সমস্যা সমাধান করে।অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকায় স্ক্যাল্পের নানা সংক্রমণ, খুশকি সারিয়ে তুলতে সাহায্য করে।