আজকাল ওয়েব ডেস্ক: আজ ২ অক্টোবর মহালয়া। এদিনে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। বিভিন্ন প্রেক্ষাপটে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর ভাদ্র মাসে আসা অমাবস্যাই হল মহালয়া অমাবস্যা। সাধারণত অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের তর্পণ প্রদান করা হয়। পূর্বপুরুষরা আমাদের এই দিনে আশীর্বাদ করতে আসেন বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিন বেশ কিছু কাজ ভুলেও করা উচিত নয়। তাহলেই জীবনে আসতে পারে ঘোর বিপদ। আবার কিছু বিশেষ টোটকা মানলে সদয় হয় ভাগ্য। তাহলে মহালয়ার অমবস্যায় কী করা উচিত আর কী করা উচিত নয় জেনে নিন।
মহালয়ার দিন কী কী কাজ করা উচিত নয়
কথিত রয়েছে, এই দিন ভুল করেও চুল-দাড়ি এবং নখ কাটতে নেই।
কাউকে ধার না দেওয়ার চেষ্টা করবেন।
বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ করাই উচিত।
বাড়ি, গাড়ি কিংবা অন্য কিছু নতুন কেনার প্রয়োজন থাকলে আজকের দিনে না কেনাই উচিত।
বাড়িতে কোনও দরিদ্র ব্যক্তি এলে এই দিক একেবারেই খালি হাতে ফেরানো উচিত নয়।
মহালয়ার দিন কী কী করলে শুভ ফল পাওয়া যায়
বাড়িতে ৫ কিংবা ৭ জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে খাওয়াতে পারেন। এছাড়া বাড়িতে শিশুদের নিমন্ত্রণ করে খাওয়ালেও শুভ ফল পাওয়া যায়।
যে কোনও পশুপাখিকে খাবার খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয়।
পূর্বপুরুষদের উদ্দেশে একটি তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনও ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনও জলাশয়েও করা যেতে পারে। একেই তর্পণ করা বলা হয়। অনেকেই নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এইভাবে তর্পণ করে থাকেন।
কোনও অসহায় মানুষকে তাঁর প্রয়োজনীয় জিনিস দান করতে পারেন।
মহালয়ার দিন বাড়িতে নিরামিষ খাবার খাওয়া উচিত।
