আজকাল ওয়েবডেস্ক: বিয়ে জীবনের একটি অন্যতম বড় পদক্ষেপ। ছেলে-মেয়ে উভয়েরই বিয়ে নিয়ে অনেক পরিকল্পনা থাকে৷ বিশেষ দিনের সাজগোজ থেকে আচার-রীতি কিংবা মধুচন্দ্রিমা, উত্তেজনা থাকে প্রবল। আবার বিয়ের আগে অনেক বাড়িতেই পাত্র-পাত্রীর কোষ্ঠী বিচার করা হয়। কোষ্ঠীর ১৬ গুণের মধ্যে যদি বেশিরভাগই মিলে যায়, তাহলে তাকে রাজযোটক বলে মনে করা হয়। কিন্তু এই সব কিছুর মাঝে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা অনেক সময়েই অবহেলিত থাকে। আর তা হল- বিয়ের আগে শারীরিক পরীক্ষা করানো। বিয়ের পর যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, পরবর্তী প্রজন্ম যাতে কোনও রোগ বহন না করে, তার জন্য হবু বর-কনের অবশ্যই কয়েকটি পরীক্ষা  করিয়ে নেওয়া জরুরি। 

বিয়ের আগে বর-কনে উভয়েরই রক্তের গ্রুপ পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। এছাড়াও কমপ্লিট ব্লাড কাউন্ট, থাইরয়েড, ডায়াবেটিসের মতো রোগ আছে কিনা তা জেনে নিতে হবে। সেক্ষেত্রে রক্ত পরীক্ষার মাধ্যমে কোনও রকম সমস্যা থাকলে তা চিহ্নিত করা যাবে৷ 

যৌনরোগ সংক্রান্ত পরীক্ষা বিয়ের আগে করিয়ে নেওয়া জরুরি। যেমন এইচআইভি, হেপাটাইটিস বি ও সি, গনোরিয়া, সিফিলিস, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের মতো যৌনরোগের ব্যাপারে আগে থেকে জানা থাকলে সংক্রমণ প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে।

ডায়াবেটিস, হাইপারটেনশন, থ্যালাসেমিয়া, কিছু ক্যানসার ও কিডনির সমস্যা লুকিয়ে থাকে জিনে। তাই জিনগত রোগের নির্ণয়ে আগে থেকে পরীক্ষা পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন।

সাম্প্রতিক সময়ে স্ট্রেস, অস্বাস্থ্যকর জীবন যাপনের কারণে ক্রমশ বাড়ছে বন্ধ্যাত্বের সমস্যা। যা বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে। তাই বিয়ের আগে বিয়ের আগে প্রজনন সংক্রান্ত পরীক্ষা করে নেওয়া জরুরি৷