ডিজিটাল যুগে ছবি তোলা শুধু স্মৃতি ধরে রাখার মাধ্যম নয়, ব্যক্তিত্ব প্রকাশের গুরুত্বপূর্ণ অংশও হয়ে উঠেছে। কিন্তু অনেকেই ক্যামেরার সামনে দাঁড়ালে কীভাবে পোজ দেবেন বুঝে উঠতে পারেন না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় স্বাভাবিক, স্টাইলিশ ও আকর্ষণীয় ছবি তুলতে হিমশিম খেতে হয়। সেই সমস্যারই সমাধান নিয়ে এলেন জনপ্রিয় ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটর লিউ মেলেন্দেজ, যিনি সম্প্রতি ক্যামেরার সামনে সহজে পোজ দেওয়ার ৯টি কার্যকর ও সহজ কৌশল জানিয়েছেন। তাঁর ভিডিও বর্তমানে বেশ ভাইরাল।
১. বসে পোজ: মাথা একটু উঁচু, চোখ ক্যামেরা এড়িয়ে থাকবে। মেলেন্দেজ জানান, বসে থাকা অবস্থায় সামান্য মাথা উপরে তুলে ক্যামেরায় না তাকিয়ে হালকা পাশের দিকে তাকালে খুব ন্যাচারাল ছবি পাওয়া যায়। সহজ, কিন্তু দারুণ স্টাইলিশ লুক বজায় থাকে।
২. জুতা পরার ভানঃ এটি এক ধরনের স্ট্রিট-স্টাইল পোজ। ক্যাজুয়াল কিন্তু ফ্যাশনেবল ছবি চাইলে জুতা ঠিক করার মতো ভঙ্গি দিতে পারেন। এক হাতে কফি বা ব্যাগ থাকলে আরও ভাল দেখায়। এতে মনে হয় মুহূর্তটি স্বাভাবিকভাবেই ক্যামেরায় ধরা পড়েছে।
৩. কফি হাতে ‘ক্যান্ডিড’ লুকঃ ক্যাফে বা রাস্তার পাশে বসে কফি হাতে ধরে রাখা এমন পোজ ছবিকে খুবই প্রাণোচ্ছ্বল ও বাস্তবসম্মত দেখায়। সরাসরি ক্যামেরায় তাকানো বাধ্যতামূলক নয়।
৪. বাজার বা বইয়ের দোকানে ক্যান্ডিড শটঃ বই বা কোনও পণ্যের দিকে তাকিয়ে থাকা এমন পোজ ছবিতে জীবনধারার ছোঁয়া আনে। সানগ্লাস পরলে এই স্ট্রিট-স্টাইল আরও সুন্দর ফুটে ওঠে।
৫. মাটিতে বা ফুটপাথে বসে নীচ থেকে শটঃ মেলেন্দেজ বলেন, নীচ থেকে অ্যাঙ্গেলে ছবি তুললে বিষয়টি অনেক বেশি ফোকাসে আসে। পাশের দিকে তাকিয়ে বসলে ফটোর আর্টিস্টিক লুক আরও স্পষ্ট হয়।
৬. সেলফি-আপ পোজঃ নিজস্ব মোবাইল দিয়ে উপরের দিক থেকে সেলফি নেওয়ার এই ক্লাসিক পোজটি সবসময় জনপ্রিয়। মুখে ন্যাচারাল এক্সপ্রেশন রাখলেই ছবি জমে ওঠে।
৭. ব্যাগ ঠিক করার ভঙ্গিঃ এক হাতে ব্যাগ সামলাতে সামলাতে অন্যদিকে তাকানো খুবই স্বাভাবিক পোজ। এতে মনে হ যেন হঠাৎ কোনও মুহূর্ত ক্যামেরাবন্দি রা হয়েছে।
৮. ফোন দেখার ক্যান্ডিড পোজঃ মেলেন্দেজের মতে, হাতে ফোন নিয়ে স্ক্রিনে তাকানো এমন পোজ ছবিকে খুব বাস্তবসম্মত করে তুলে। এতে মানুষচরিত্র ও লুক, দুটোই ফুটে ওঠে।
৯. হাঁটু মুড়ে বা স্কোয়াট পোজঃ এই ভঙ্গি বর্তমানে অত্যন্ত ট্রেন্ডিং। স্কোয়াট করে ব্যাগ বা কফি পাশে রেখে আয়নায় লিপস্টিক ঠিক করার মতো অ্যাকশন দিলে ছবি হয়ে ওঠে অনন্য।
ইদানীং স্বাভাবিক পোজই ট্রেন্ড। মেলেন্দেজের মতে, কৃত্রিমভাবে পোজ দেওয়ার চেয়ে ন্যাচারাল, চলতি ভঙ্গি ও ‘অ্যাকশন-ভিত্তিক মুহূর্ত’ ছবিকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে। তার কথায়, “ক্যামেরার সামনে বেশি না ভেবে স্বাভাবিক থাকাই সবচেয়ে বড় পোজ।”
