মাসের পর মাস ধরে জল্পনা—সম্পর্কে আছেন কি নেই? এই প্রশ্নই ঘুরপাক খেত সামান্থা রুথ প্রভুকে নিয়ে। ইনস্টাগ্রামে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্য কিছু ঝলক শেয়ার করলেও বিষয়টি স্পষ্ট ছিল না। অবশেষে সামান্থা শুধু তাঁদের সম্পর্কই প্রকাশ্যে আনলেন না, বরং জানালেন তাঁদের বিয়ের খবরও। বিরাট জাঁকজমক নয়, ছিমছাম ভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। সোমবার সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে সকলের চোখের আড়ালে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। ইনস্টাগ্রামে সামান্থা ছবিগুলি শেয়ার করে লিখেছেন একমাত্র শব্দ—বিয়ের তারিখ, ’০১.১২.২০২৫’।
2
6
সামান্থাকে এই বিশেষ দিনে দেখা গেছে লাল রঙের ঐতিহ্যবাহী সিল্ক শাড়িতে। তাঁর পরনে ছিল ভারি সোনার গয়না, যা নববধূর সাবেকি সাজে এক আভিজাত্যের ছোঁয়া এনে দিয়েছে। রাজের পরনে ছিল ধবধবে সাদা পাঞ্জাবি, সঙ্গে ঘিয়ে রঙের জওহর কোট। হাতে হাত রেখে একগাল হাসি নিয়ে অনুরাগীদের সুখবর দিলেন তাঁরা।
3
6
অভিনেত্রীর পুরো সাজের মধ্যেও নজর কেড়েছে দুটি জিনিস। এক বাগদানের আংটি ও দুই মিনিমালিস্ট মঙ্গলসূত্র। গয়না বিশেষজ্ঞ অভিলাষা ভান্ডারি জানান যে সামান্থার আংটিতে একটি বিরল 'পোর্ট্রেট-কাট' হিরে রয়েছে। এটি হিরের প্রাচীনতম এবং সবচেয়ে কালজয়ী শৈলীগুলির মধ্যে অন্যতম।
4
6
মুম্বই সংবাদমাধ্যমের কাছে অভিলাষা ব্যাখ্যা করেন, এই পোর্ট্রেট-কাট হিরেটি খুব পাতলা, সমতল এবং এর উপরের পৃষ্ঠটি বিশাল, কিন্তু গভীরতা প্রায় নেই। এই ঐতিহাসিক কাটটি মুঘল আমলের গহনায় ছোট ছোট চিত্রকর্ম ও রাজকীয় প্রতিকৃতি ঢেকে রাখার জন্য ব্যবহার করা হতো, যে কারণে এর নাম হয়েছে 'পোর্ট্রেট-কাট'। এটি এমন একটি কাট যা হিরে এবং এর পরিধানকারীর মধ্যে শক্তি, প্রাণবন্ততা এবং পরিচ্ছন্ন চরিত্রকে ফুটিয়ে তোলে।
5
6
পোর্ট্রেট-কাট হিরে খুব স্বচ্ছ প্রকৃতির হয় এবং এই ধরনের রত্নের গুণমান সেরা হতে হয়। মুঘল সম্রাট শাহজাহানেরও এই কাটটি অত্যন্ত প্রিয় ছিল বলে জানা যায়। এই রিংটি সামান্থার ব্যক্তিত্বের নিখুঁত প্রতিফলন এবং এই পোর্ট্রেট-কাট হিরে বেছে নেওয়া তাঁদের আনন্দময় মিলনের কথাই বলে।
6
6
অন্যদিকে, বিয়েতে সাবেকি এবং ভারি মঙ্গলসূত্রের বদলে সামান্থা বেছে নিয়েছেন খুবই সরল ও সূক্ষ্ম একটি ডিজাইন। এই আধুনিক মঙ্গলসূত্রটি তাঁর চিরায়ত সাজের সঙ্গে একটি ট্রেন্ডি বৈপরীত্য তৈরি করেছে, যা বর্তমান প্রজন্মের ফ্যাশন সচেতনতার প্রতীক। তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সামান্থার আংটি নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। তবে এখনও পর্যন্ত এই আংটির দাম জানা যায়নি।