সন্দেহ। এবং সন্দেহের পরিণাম খুন! শুধু তাই নয়, খুনের পর, স্বামী বলছেন, শাস্তি দিয়েছেন, প্রতারণার। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই।
2
7
একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, তামিলনাড়ুর কোয়েম্বাটোরে এক ব্যক্তি স্ত্রীকে খুন করে, তারপর দেহের সঙ্গে সেলফিও তোলেন।
3
7
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম, এস বালামুরুগান। বয়স ৩২। স্ত্রীর নাম এস সিরপ্রিয়া। বয়স ৩০। স্বামী-স্ত্রী একসঙ্গে থাকছিলেন না বলেও জানা গিয়েছে। তবে সম্প্রতি ওই ব্যক্তির মনে সন্দেহ জাগে স্ত্রীকে নিয়ে।
4
7
সন্দেহ, স্ত্রী পরকীয়া করছেন, আত্মীয়ের সঙ্গে। পরকীয়ার সন্দেহে প্রবল ক্ষোভে, স্ত্রীর হোস্টেলে ঢুকে কাস্তে দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেন ব্যক্তি।
5
7
খুনের আগে, বালামুরুগান এবং সিরপ্রিয়ার মধ্যে ফোনে চরম অশান্তি হয় বলে জানা গিয়েছে। রবিবার সিরপ্রিয়ার সঙ্গে দেখা করার অজুহাতে, বালামুরুগান কোয়েম্বাটুরে তাঁর হোস্টেলে গিয়েছিলেন।
6
7
অপেক্ষা করার জায়গায় তাঁর সঙ্গে দেখা করেন এবং সেখানেই কাস্তে দিয়ে স্ত্রীকে পরপর কোপাতে থাকেন ব্যক্তি।
7
7
এখানেই শেষ নয়, বালামুরুগান মৃতদেহের পাশে একটি চেয়ারে বসেন, স্তড়ির মৃতদেহের সঙ্গে সেলফি তোলেন এবং তাঁর হোয়াটসঅ্যাপে স্টেটাস দেন।