আজকাল ওয়েব ডেস্কঃ বাড়ির বাইরে খোলা স্থান,  আবর্জনার স্তূপ, মল-মূত্রের মতো নোংরা জায়গায় জড়ো হয়ে থাকে মাছির দল। মাছি একসঙ্গে হাজারেরও বেশি ডিম পাড়তে পারে। খুব ঘন ঘন এদের প্রজনন হয়। সঠিক সময় সমাধান করতে না পারলে, উপদ্রব বাড়লে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে। নোংরা জায়গায় বসে সেখান থেকে উড়ে এসে খাবারের উপর, গায়ে এসে বসলে সেই ব্যাকটেরিয়া আমাদের আক্রমণ করে। খাবারের উপরে বসলে এবং আমরা সেই খাবার খেলে শরীরে নানা ব্যাক্টিরিয়া ও জীবাণু সংক্রমণ হতে পারে।

বাড়ি পরিষ্কার রাখুন। পাকা ফল বা খাবার টাটকা ও ঢাকা থাকলে মাছির উপদ্রবও ধীরে ধীরে কমে যাবে।

বাড়ির বাইরে আবর্জনার স্তূপ থাকলে তা ঢেকে রাখতে হবে এবং রোজ পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। ঘন ঘন আবর্জনা সরিয়ে ফেললে মাছির উপদ্রব কম করা যায়। মাছি এই আবর্জনার স্তূপেই ডিম পাড়ে। তাই আবর্জনা জমতে না দেওয়াই ভালো। এতে মাছির বংশবিস্তার কমবে। আবার বাড়িতে আবর্জনা ফেলার ডাস্টবিন থাকলেও, সেটিও ঢাকা দিয়ে রাখবেন।

মাছিদের মেরে ফেলা সম্ভব নয়। তবে এদের তাড়ানোর উপায় আছে। একটি গ্লাসে সামান্য অ্যাপেল সিডার ভিনিগার নিন। গ্লাসের মুখটি সেলোফেন পেপার দিয়ে মুড়িয়ে দিন। এবার একটি টুথপিক দিয়ে সেলোফেন পেপারের মাঝে একটি ফুটো করুন। এই ফুটোর মধ্যে দিয়ে একটি মাছি গলে যেতে পারে, তেমন বড় ছিদ্র করুন। লক্ষ্য রাখবেন, ফুটো এমন হবে, যার মধ্যে দিয়ে মাছি ঢুকতে পারে, কিন্তু বেরোতে না পারে। ভিনিগারের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে ভিতরে ঢুকে আটকে যাবে মাছি। যে স্থানে সবচেয়ে বেশি মাছির আনাগোনা লেগে থাকে, সেখানে এটি রাখুন। ফল মিলবেই।

দারচিনির গন্ধেও রান্নাঘর থেকে মাছি দূরে থাকবে। রান্নাঘরের জানলায় দু'টুকরো দারচিনি রাখুন। জানলা থেকেই বিদায় নিতে হবে মাছিকে। লবঙ্গের গন্ধও মাছি সহ্য করতে পারে না। লবঙ্গ ছড়িয়ে রেখে মাছিকে দূর করুন। ধুনোর গন্ধেও সব পোকামাকড়ই চম্পট দেয়। আরও ভাল ফল পেতে ধুনোয় কর্পূর ফেলে দিতে পারেন। পুদিনা পাতার গাছ লাগাতে পারেন। পুদিনা পাতার গন্ধে মাছি পালাবে রান্নাঘর ছেড়ে।

প্রতিদিন ভালোভাবে রান্নাঘর পরিষ্কার করুন। ফ্রিজের নীচে বা ঘরের আশপাশে কোনায় কোথাও নোংরা জমতে দেবেন না। পরিষ্কার রাখুন। রান্নাঘরে গ্যাস ওভেনের ওপরেও রান্নার সময় খাবার পড়ে শুকিয়ে লেগে থাকে। এই সমস্ত স্থানই মাছিদের আমন্ত্রণ জানিয়ে থাকে। প্রতিবারের ব্যবহারের পর গ্যাস ওভেন পরিষ্কার করতে ভুলবেন না। এছাড়া বাসন মাজার ভেজা স্পঞ্জ, ঘর মোছার কাপড়, রান্নাঘর থেকে দূরে রাখুন। খেয়ে সেই বাসন বেশিক্ষণ ফেলে রাখবেন না। মাছির দল এমন  জায়গায় আশ্রয় নিতে চায়।