আজকাল ওয়েব ডেস্কঃ কর্মক্ষেত্রে বারবার বাধা আসছে। মানসিক শান্তি নেই সঙ্গে আর্থিক ও পারিবারিক সমস্যা চলছেই।এই অবস্থায় কি করবেন বুঝতে না পেরে অসহায় অবস্থা।
ঘরে রাখা প্রতিটি জিনিসের মধ্যে আলাদা আলাদা পজিটিভ ও নেগেটিভ শক্তি থাকে।বাড়ির সদস্যদের উপরও এর প্রভাব পড়ে। অনেক সময় এমন হয় যে সব রকম চেষ্টা করে, সব শক্তি দিয়ে কাজ করা হলেও, সেই কাজ কখনও সাফল্যই পায় না। যদি লক্ষ লক্ষ প্রচেষ্টার পরেও জীবনে সাফল্য না পান বা আপনার কাজে বারবার বাধা আসে, তাহলে বাস্তুশাস্ত্রের কিছু বিশেষ টোটকা ব্যবহার করার সময় এসেছে।
বাস্তু মতে কিছু জিনিস আছে যা বালিশের নীচে রাখলে আপনার নানাবিধ উপকার হবে। যা আপনার জীবনকে হয়ত বদলে দিতে পারে। বিছানা বা বালিশের নীচে রাখা জিনিসগুলি থেকে বেরিয়ে আসা শুভ শক্তি আপনার শরীর স্বাস্থ্যকেও ভাল রাখে। জেনে নিন কোন জিনিসগুলি বিছানা বা বালিশের নীচে রাখবেন।
গোটা গোলমরিচ বালিশের নীচে রাখলে আপনার জীবনে আসবে উন্নতির নতুন সুযোগ। কর্মক্ষেত্রে বাধা সরিয়ে সাফল্য লাভ হবে।
লবঙ্গ বালিশের নীচে রাখলে আপনি সমস্ত কু-নজর থেকে মুক্তি পাবেন।
দারচিনির কাঠি রাখুন আপনার বালিশের নীচে।সব বাধা পেরিয়ে ভাগ্যের চাকা ঘুরবে।সম্পদ ও সুখ সমৃদ্ধি লাভ হবে।
গোটা হলুদকে থেঁতো করে এক চামচ হলুদ বালিশের নীচে রাখুন। পারিবারিক দ্বন্দ্ব, অশান্তি থেকে মুক্তি পেয়ে সংসারে আসবে শান্তি ও সচ্ছ্বলতা।
শুধু মশলা হিসেবে নয়,এক মুঠো এলাচকে বালিশের নীচে রাখলে আপনার টাকার অভাব অনটন দূর হয়ে স্বচ্ছলতা ফিরে আসবে।
বাস্তু মতে সংসারের নানা সমস্যার সমাধান রয়েছে বাড়ির অন্দরমহলেই। ঘুমানোর সময় বালিশের নিচে এই কিছু বিশেষ জিনিস রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে।
এই বিশেষ টোটকা আপনাকে সাহায্য করতে পারে খারাপ সময় কাটিয়ে উঠতে এবং বাড়ির সকলে থাকবেন সুস্থ ও সুন্দর।
