আজকাল ওয়েব ডেস্ক: আজ ৭ অক্টোবর চতুর্থী। চন্দ্র বৃশ্চিক রাশিতে পাড়ি দিতে চলেছে। এছাড়াও এই দিনে দেবী দুর্গার পঞ্চম রূপ মা স্কন্দমাতার পূজা করা হয়। আজ নবরাত্রির পঞ্চম দিনে আয়ুষ্মান যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং অনুরাধা নক্ষত্রের একটি সংমিশ্রণ ঘটছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, যার শুভ প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশির উপর। রাশি রাশি টাকা থেকে কেরিয়ারে উন্নতির শিখরে উঠবেন কারা? জেনে নেওয়া যাক। 

মেষ রাশি- চতুর্থীর শুভ যোগ মেষ রাশির জীবনে বড় প্রভাব ফেলবে । আত্মবিশ্বাসও বাড়বে। যে কোনও কাজে সাফল্য আসতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। নামী কোম্পানির কাছ থেকে চাকরির ভাল প্রস্তাব পেতে পারেন। ব্যবয়াসীরা লাভের মুখ দেখতে পারেন। ব্যবসা আরও বাড়তে পারে। 

সিংহ- আজ কোনও নতুন কাজের পরিল্পনা করলে তা সফল হবে। নিজের উপর আত্মবিশ্বাস রাখুন, যে কোনও কাজেই উন্নতি করতে পারবেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। সঠিক পদ্ধতি অবলম্বন করলে ব্যবসায়ীদের লাভ হবে। আয় যেমন বাড়বে, তেমনই বাড়বে সঞ্চয়ও। 

তুলা রাশি- হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষায় ভাল হতে পারে। চাকরির দারুণ সুযোগ আসতে পারে। শুধু নিজের নয়, পরিবারের কেউ চাকরি পেতে পারেন। নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন। কর্মজীবনে বিরাট উন্নতির সুযোগ রয়েছে।

ধনু রাশি- স্বাস্থ্য ভাল থাকবে। পেশাগত জীবনে বড় লক্ষ্য অর্জন করতে পারেন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। আইনি কোনও বিষয়ে জটিলতা থাকলে মীমাংসা হতে পারে।

মীন রাশি- কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসায়ীরাও উন্নতি করতে পারেন। নতুন কোনও বিনিয়োগের সুযোগ আসতে পারে। ঘরের কাজে সময় দেবেন।  শিক্ষার্থীরা পরিশ্রম করলে ফল পাবেন। বিদেশ যাওয়ার ইচ্ছা পূরণ হতে পারে।