আজকাল ওয়েবডেস্ক: ক্লাসিক ফ্রেঞ্চ ম্যানিকিওর এখন ট্রেন্ডিং! ন্যুড বেস, সঙ্গে সাদা বা রঙিন টিপস- আর তাতেই নজরকাড়া। এই বর্ষার মরশুমে আপনিও পেতে পারেন নতুন লুক এই সহজ উপায়ে।
১. বেছে নিন পপ-আপ রং! হাত জুড়ে থাকুক রামধনু। পুরো নখে একটা বেশ রং দিন। নখের ডগায় থাকুক উজ্জ্বল রং। যা আপনার মনেও যোগ করবে ভাললাগা।
২. ম্যানিকিওরের নতুন ভাষা ফেয়ারি কোর। দূর থেকে দেখে কিছুই বোঝা যাবে না। সামনে আসলেই বোঝা যাবে এক নিপুণ ঝলকানি আপনার নখের চারপাশে। পিঙ্ক, ওমব্রে, ও গ্লিটার - এই তিনের সংমিশ্রণেই ম্যানিকিওরে হবে ম্যাজিক। এই স্টাইল যেকোনও পোশাকের সঙ্গেই মানানসই। এক ঝলক এই স্টাইল দেখে আপনাকে দেবে ডিজনি প্রিন্সেস ভাইবস।
৩. কুল ক্রোম -ও এখন ফ্যাশনে ইন। ন্যুড বেশ সঙ্গে মেটালিক ড্রামা। আপনি যদি মিনিম্যালিস্টিক সাজ পছন্দ করেন তবে এই স্টাইল আপনার জন্যেই। সিলভার হোক বা গোল্ডেন - শেড বেছে নিন পছন্দ অনুযায়ী।
৪. মিনিম্যালিস্টিক এই স্টাইলেও আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারেন। কিছুটা সলিড রং আর বাকিটা ন্যুড আর ফ্রেঞ্চ স্টাইলের টিপস। উজ্জ্বল ও লাল ও নীল রং এই স্টাইলের জন্য মানানসই।
৫. ফ্লোরাল কিংবা ফ্রোস্টেড মার্বেল ডিজাইনও এই মুহূর্তে বেশ নজরকাড়া। মার্বেল নেল ট্রেন্ড ফিরে এসেছে আবার নতুন করে। সঙ্গে ইনভিসিবল ফ্রেঞ্চ টিপ।
১. বেছে নিন পপ-আপ রং! হাত জুড়ে থাকুক রামধনু। পুরো নখে একটা বেশ রং দিন। নখের ডগায় থাকুক উজ্জ্বল রং। যা আপনার মনেও যোগ করবে ভাললাগা।
২. ম্যানিকিওরের নতুন ভাষা ফেয়ারি কোর। দূর থেকে দেখে কিছুই বোঝা যাবে না। সামনে আসলেই বোঝা যাবে এক নিপুণ ঝলকানি আপনার নখের চারপাশে। পিঙ্ক, ওমব্রে, ও গ্লিটার - এই তিনের সংমিশ্রণেই ম্যানিকিওরে হবে ম্যাজিক। এই স্টাইল যেকোনও পোশাকের সঙ্গেই মানানসই। এক ঝলক এই স্টাইল দেখে আপনাকে দেবে ডিজনি প্রিন্সেস ভাইবস।
৩. কুল ক্রোম -ও এখন ফ্যাশনে ইন। ন্যুড বেশ সঙ্গে মেটালিক ড্রামা। আপনি যদি মিনিম্যালিস্টিক সাজ পছন্দ করেন তবে এই স্টাইল আপনার জন্যেই। সিলভার হোক বা গোল্ডেন - শেড বেছে নিন পছন্দ অনুযায়ী।
৪. মিনিম্যালিস্টিক এই স্টাইলেও আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারেন। কিছুটা সলিড রং আর বাকিটা ন্যুড আর ফ্রেঞ্চ স্টাইলের টিপস। উজ্জ্বল ও লাল ও নীল রং এই স্টাইলের জন্য মানানসই।
৫. ফ্লোরাল কিংবা ফ্রোস্টেড মার্বেল ডিজাইনও এই মুহূর্তে বেশ নজরকাড়া। মার্বেল নেল ট্রেন্ড ফিরে এসেছে আবার নতুন করে। সঙ্গে ইনভিসিবল ফ্রেঞ্চ টিপ।
