জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে অত্যন্ত শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি সুখ, আরাম-আয়েশ ও সৌন্দর্যের কারক। শুক্র গ্রহ মানুষের জীবনে অর্থ, সমৃদ্ধি, ঐশ্বর্য ও প্রেম প্রদান করে। জ্যোতিষ মতে, শুক্র যখন উদিত অবস্থায় থাকে, তখনই বিবাহ, উপনয়ন বা নতুন কোনও শুভ কাজ শুরু করা হয়। বিপরীতভাবে শুক্র অস্ত থাকলে বিয়ে কিংবা নতুন কাজের সূচনা করা নিষিদ্ধ বলে মনে করা হয়।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর শুক্র গ্রহ অস্ত গিয়েছিল এবং ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি এটি মকর রাশিতে পুনরায় উদিত হবে। শুক্রের এই উদয়ের সঙ্গেই আবার সব ধরনের কাজ শুরু করা যাবে। শুধু তাই নয়, শুক্রের শুভ প্রভাব বিভিন্ন রাশির জীবনেও ইতিবাচক পরিবর্তন আনবে।
বৃষ রাশির অধিপতি নিজেই শুক্র গ্রহ। তাই শুক্রের উদয় বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। এই সময়ে ধন-সম্পত্তি বৃদ্ধি পাবে এবং একাধিক উৎস থেকে আয়ের সুযোগ তৈরি হবে। অবিবাহিতদের বিয়ে স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্যক্তিত্বে আকর্ষণ বাড়বে এবং সামাজিকভাবে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।
মিথুন রাশির জাতকরাও শুক্রের উদয় থেকে বিশেষ লাভবান হবেন। নতুন বাড়ি, জমি বা সম্পত্তি কেনার যোগ তৈরি হচ্ছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এবং আত্মবিশ্বাস বাড়বে। দাম্পত্য জীবনে সুখ ও ভালোবাসা বৃদ্ধি পাবে, জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ মিলবে।
তুলা রাশির অধিপতিও শুক্র গ্রহ। শুক্রের উদয় তুলা রাশির জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য ও ভোগবিলাস বাড়াবে। অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে। নতুন গাড়ি বা কোনও মূল্যবান সামগ্রী কেনার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ কোনও কাজ সফলভাবে সম্পন্ন হতে পারে। সব মিলিয়ে এই সময়টি তুলা রাশির জন্য নানা দিক থেকেই লাভজনক।
মকর রাশিতেই শুক্রের উদয় ঘটবে, ফলে এই রাশির জাতকদের জন্য সময়টি বিশেষ শুভ। পুরনো কোনও বিনিয়োগ থেকে বড় রিটার্ন পাওয়া যেতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে এবং ব্যবসায়ীদের লাভ বাড়বে। পারিবারিক জীবনে আনন্দ ও শান্তি ফিরে আসবে। দীর্ঘদিনের পুরনো সমস্যাগুলি থেকেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্র গ্রহের উদয় বহু মানুষের জীবনে আশার নতুন আলো নিয়ে আসতে চলেছে। সঠিক পরিকল্পনা ও ইতিবাচক মানসিকতা নিয়ে এই সময়কে কাজে লাগাতে পারলে আগামী দিনগুলো হতে পারে আরও সুখকর।
