আজকাল ওয়েব ডেস্ক: শনি বেশ ধীর গতিতে স্থান পরিবর্তন করে। শনি একটি রাশিতে প্রায় আড়াই বছর থাকে এবং তারপর অন্য রাশিতে যাত্রা করে। জ্যোতিষশাস্ত্রে শনির বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ বলে মনে করা হয়। শনি মানুষকে তার কর্ম অনুসারে ফল দেয়। এই কারণে শনিদেবকে কর্মফলের দাতা বলে মনে করা হয়। রাশি পরিবর্তনের পাশাপাশি, শনি একটি নির্দিষ্ট ব্যবধানে নক্ষত্রও পরিবর্তন করে। আগামী ৩ অক্টোবর রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে শনি। রাহুর নক্ষত্রে শনির প্রবেশের কারণে কিছু রাশির জীবনে শুভ প্রভাব পড়বে। তাহলে কাদের সৌভাগ্য ফিরতে চলেছে জেনে নেওয়া যাক

মেষ: রাহুর নক্ষত্রে শনির আগমন মেষ রাশির খুবই লাভজনক হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার শেষ হতে পারে। সম্পত্তি বাড়তে পারে। আগের তুলনায় অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে। আর্থিক লাভের সুযোগ বাড়বে। ভাল কাজের সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে শান্তি থাকবে।

সিংহ: শনির নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জন্য শুভ হবে। চাকরি ব্যবসায় উন্নতি হতে পারে। অর্থনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। চাকরিজীবীদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় ভাল লাভ হবে।

ধনু: শনি রাহুর নক্ষত্রে প্রবেশ করছে। আর শনির রাশি পরিবর্তন ধনু রাশির জন্য আশীর্বাদ নিয়ে আসবে। দীর্ঘদিন ধরে যে কাজ হচ্ছিল না তা এখন শেষ হবে। চাকরিজীবীদের সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাকরিতে বড় পদ পেতে পারেন। হঠাৎ আর্থিক লাভের সুযোগ আসতে পারে। সম্মান বাড়বে। দাম্পত্য কলহ মিটবে।