আজকাল ওয়েবডেস্ক: আর কয়েক দিনের মধ্যে শেষ হতে চলেছে ২০২৪ সাল। নতুন বছরে অনেক শক্তিশালী গ্রহ অবস্থান পরিবর্তন করবে। যার মধ্যে একটি হল শনি। গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসাবে বিবেচিত হয় শনি। প্রতি আড়াই বছরে শনি রাশি পরিবর্তন করে।
২০২৫ সালের ২৯ মার্চ শনি গোচর করতে চলেছে। কুম্ভ রাশি থেকে বের হয়ে বৃহস্পতির রাশি অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবেন শনিদেব। আড়াই বছর পর এই রাশি থেকে মেষ রাশিতে পৌঁছবেন। মীন রাশিতে শনির গমন ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলবে। যার মধ্যে সবচেয়ে বেশি লাভজনক হবে ৩টি রাশির জন্য। তাহলে শনিদেবের আশীর্বাদে কাদের ভাগ্য খুলবে জেনে নেওয়া যাক-
কর্কট- মীন রাশিতে শনির প্রবেশের সঙ্গে সঙ্গে কর্কট রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে চলা অশান্তির ঝড় থেকে মুক্তি পাবেন। নতুন বছরে বেশ কিছু নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হবেন। কর্মক্ষেত্রে নতুন আয়ের উৎস পেতে পারেন। ব্যবসায়ে বড় বিনিয়োগের সুযোগ পাবেন। স্বাস্থ্যের হাল ফিরবে।
মকর- শনি মীনে প্রবেশের সঙ্গে সঙ্গে মকর রাশির মানুষেরা সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন। যারা চাকরি খুঁজছেন, তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো চাকরিতে পদোন্নতি পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
বৃশ্চিক- শনির মীন রাশিতে প্রবেশের কারণে বৃশ্চিক রাশির সুদিন ফিরতে চলেছে। কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ে বড় চুক্তি স্বাক্ষর করতে পারেন। তবে যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন।
