জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহদের সংযোগে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। শীঘ্রই শনি ও বুধের প্রতিযুতি রাজযোগে তিন রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মাহাত্ম্য অপরিসীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শনি ন্যায় ও কর্মফলের দেবতা। গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ শনি প্রতি আড়াই বছরে রাশি পরিবর্তন করেন। ১২টি রাশির একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে শনিদেবের প্রায় ৩০ বছর সময় লাগে। অন্যদিকে, সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন
আগামীকাল ১৭ সেপ্টেম্বর রয়েছে শনি ও বুধের প্রতিযুতি দৃষ্টি। বুধবার রাত ১১টা ১৫ মিনিটে শনি ও বুধ একে অপরের ১৮০ ডিগ্রি কোণে অবস্থান করতে চলেছে৷ এই দুটি গ্রহ একে অপরের বিশেষ অবস্থানে থাকায় প্রতিযুতি দৃষ্টি যোগ তৈরি হবে। এই শক্তিশালী যোগ জীবনে স্থায়ী সাফল্য, সমৃদ্ধি এবং কর্মের ফল প্রদান করে। দুই গ্রহের যুতিতে শীঘ্রই সৌভাগ্যের দরজা খুলবে তিন রাশির। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেই সব রাশির জীবন। আপনিও কি আছেন তালিকায়? জেনে নিন-

মিথুন: শনি-বুধের প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে বড় বিনিয়োগ করতে পারেন। লটারি জেতার যোগ রয়েছে। সমাজে সুখ্যাতি অর্জন করতে পারেন। অনেক দিন ধরে কোনও কাজ আটকে থাকলে এবার তা শেষ করতে পারবেন। দাম্পত্যের সমস্যা মিটবে৷ সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা কমবে।
তুলা: প্রতিযুতি যোগ তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফেরাবে। আর্থিক পরিস্থিতি অনেক বেশি সুরক্ষিত হবে। শেয়ার বাজারে অর্থ লগ্নি করলে ভবিষ্যতে লাভ পাবেন। শিক্ষা কিংবা গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতি করবেন। আধ্যাত্মিক ধারণায় বিশ্বাস বাড়বে। নতুন কোনও কাজের সঙ্গে যুক্ত হতে পারে। প্রেমজীবনে সুখ থাকবে। আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে সঞ্চয় করতে পারবেন।
মীন: বুধ ও শনির চালে মীন রাশির অর্থভাগ্য বদলাবে। অনেক দিনের আটকে থাকা টাকা পেতে পারেন। বড় বিনিয়োগ করলে লাভবান হবেন। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। ঋণের বোঝা কমবে। সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কর্মক্ষেত্রে কাজের অনুকূল পরিবেশ থাকবে। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারে জমি-সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে।
