আজকাল ওয়েবডেস্ক: টিনের বাড়ির মাটির দাওয়ায় ঠাঁয় বসে রয়েছেন এক বৃদ্ধ। সাদা চুল দাড়ি উড়ছে মৃদুল হাওয়াতে। পরনে সাদা ফতুয়া, লুঙ্গি এবং ফেজ টুপি। বাড়িতে কেউ আছেন কি না জানা নেই। কিন্তু বাড়ির সামনে থেকে নড়তে নারাজ তিনি। কারণ বাড়ির যিনি মালকিন তাঁকেই বিয়ে করার ইচ্ছে ওই বৃদ্ধের।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
৩৫ বছর বয়সি মহিলাকে বিয়ের দাবিতে ধর্না দিয়েছেন ৭৫ এর বৃদ্ধ। বৃদ্ধির নাম আবুল কাশেম মুন্সী। দাবি না মানা হলে তিনি ধর্নার পাশাপাশি অনশন করবেন বলেও দাবি করেছেন বৃদ্ধ। যে মহিলার টানে এত কাণ্ড তাঁর নাম মাহি নূর। ঘটনাটি ঘটেছে পড়শিদেশ বাংলাদেশে। ফিরোজপুরের মডবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুঠাখালি গ্রামের ঘটনা।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
বৃদ্ধের দাবি, মহিলার বিয়ে হলেও স্বামী তাঁকে ত্যাগ করে চলে গিয়েছেন। আর তাঁর নিজেরও স্ত্রী নেই। তাই এই অবস্থায় দু’জনে মিলে সংসার পাততে চান। দাবি না মানা পর্যন্ত বাড়ি ফিরবেন না বলেই দাবি করেছেন তিনি। তবে প্রেম কিন্তু একমুখী নয়, বৃদ্ধের দাবি, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ওই মহিলা। কিন্তু যুদ্ধ বিয়ের কথা বলতেই যোগাযোগ বন্ধ করে দেন তিনি। বাড়িতে আসা যাওয়াও বন্ধ করে দেন তিনি। বৃদ্ধের দাবি, মহিলার করুণ কাহিনি শুনে তার মন গলে গিয়েছিল। স্বামী না থাকার জন্য জীবন কাটানো খুবই মুশকিল হচ্ছিল তাঁর। সে কারণেই টাকা পয়সা দিয়ে তাঁকে সাহায্য করেন তিনি। এখন তাঁর দাবি, হয় তাঁর টাকা ফেরত দিতে হবে নয়তো বিয়ে করতে হবে। এই প্রতারণার বিচার চান বলেও দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
তবে স্থানীয় বাসিন্দারা অবশ্য জানিয়েছেন এমন ঘটনা নতুন নাম। ওই মহিলা এর আগেও একাধিক পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের টাকা আত্মসাৎ করেছেন। বৃদ্ধের আগমনের কথা জানতে পেরেই মহিলা অন্যত্র পালিয়েছেন বলে জানিয়েছেন গ্রামবাসীদের একাংশ। অনেকেই বৃদ্ধকে ফিরে যাওয়ার পরামর্শ দিলেও তিনি বিয়ে না করে সেখান থেকে নড়তে নারাজ। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এবিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
