আজকাল ওয়েবডেস্ক: সেমেন ডিপ্রেশন কমাতে সাহায্য করতে পারে, বলছে গবেষণা। আমেরিকার নিউ ইয়র্কের SUNY Albany বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য—নারীদেহে সঙ্গমের সময় যোনিপথে প্রবেশ করা বীর্য (semen) মেজাজ উন্নত করতে পারে এবং মানসিক অবসাদ কমাতে সহায়ক হতে পারে। গবেষকদের মতে, বীর্যে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে যা স্নায়ুতন্ত্রে ইতিবাচক প্রভাব ফেলে।
গবেষণায় দেখা গেছে, যারা যৌনসম্পর্কে কনডম ব্যবহার না করে, তাদের মধ্যে অবসাদ বা ডিপ্রেশনের হার তুলনামূলকভাবে কম। বীর্যে উপস্থিত থাকে সেরোটোনিন, অক্সিটোসিন, কর্টিসল ও মেলাটোনিনের মতো ‘মুড-এলিভেটিং’ যৌগ, যা মানুষের মস্তিষ্কে অনুভূতি ও মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করে। তবে গবেষকরা স্পষ্ট করে জানিয়েছেন, এই তথ্য কোনোমতেই অসুরক্ষিত যৌনসম্পর্কের পক্ষে সমর্থন নয়। বরং এটি বোঝায়, মানব যৌনতা শুধুমাত্র শারীরিক নয়, এর গভীর মনস্তাত্ত্বিক ও জৈব-রাসায়নিক দিকও রয়েছে।
SUNY Albany-র গবেষক দল জানায়, "আমাদের গবেষণার উদ্দেশ্য কাউকে নিরুৎসাহিত বা উৎসাহিত করা নয়, বরং যৌনতা ও মানসিক স্বাস্থ্যের জটিল যোগসূত্র সম্পর্কে আরও ভালোভাবে বোঝা।" সুতরাং, এই গবেষণা যৌনতা ও মনোজগতে সম্পর্কিত আলোচনাকে এক নতুন মাত্রা এনে দিলেও, নিরাপদ যৌন সম্পর্ক ও সম্মতির বিষয়টি সর্বদাই অগ্রাধিকার পাওয়া উচিত—এ কথা মনে রাখা জরুরি।
