শেষ হয়ে গেল টাটা পরিবারের এক উজ্জ্বল অধ্যায়। প্রয়াত হয়েছেন ল্যাকমে ও ওয়েস্টসাইড-এর প্রতিষ্ঠাতা তথা টাটা পরিবারের অন্যতম সদস্য সিমোনে টাটা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। শুক্রবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শিল্পমহল, ব্যবসায়ী সম্প্রদায় সহ টাটা গ্রুপে শোকের ছায়া নেমেছে।

সুইজারল্যান্ডে জন্ম হয়েছিল সিমোন টাটার। ১৯৫০-এর দশকে তিনি ভারতে আসেন এবং পরবর্তীকালে টাটা পরিবারের সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় সৌন্দর্য ও ফ্যাশন শিল্পে এক নতুন দিশা দেন। টাটা ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান নোয়েল টাটার মা এবং সংস্থার প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার সৎমা সিমোনে টাটা। তবে তিনি নিজের কাজের মাধ্যমে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন। তাঁর নেতৃত্বেই ল্যাকমে ভারতের সর্বাধিক জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ডে পরিণত হয়। সেই সময় দেশে আন্তর্জাতিক মানের সৌন্দর্যপণ্যের তেমন উপস্থিতি ছিল না। সিমোনে টাটার হাত ধরে ল্যাকমে দেশের মহিলাদের আস্থার প্রতীক হয়ে ওঠে।

এরপর ট্রেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে সিমোনে টাটা গড়ে তোলেন ওয়েস্টসাইড। যা ভারতের অন্যতম সফল ফ্যাশন রিটেল চেইন। দেশের মধ্যবিত্তদের কেনাকাটার অভ্যাস তিনি নতুনভাবে তুলে ধরেন। ওয়েস্টসাইডের মাধ্যমে সিমোনে টাটা দেখিয়ে দেন, বিশ্বমানের ফ্যাশন সাধারণ মানুষের নাগালে আনাও সম্ভব। ব্যবসার কাঠামোয় আধুনিক কর্পোরেট সংস্কৃতি ও গ্রাহক–অভিজ্ঞতার উন্নয়নে ছিল তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা।

শুধু ব্যবসা নয়, সিমোনে টাটা সমাজসেবায়ও সক্রিয় ছিলেন। স্যার রতম টাটা ইনস্টিটিউট সহ একাধিক দাতব্য সংস্থায় তিনি কাজ করেছেন দীর্ঘদিন। বিশেষ করে শিক্ষা, নারীস্বাস্থ্য এবং কমিউনিটি সার্ভিসে তাঁর অবদান আজও স্মরণীয়। টাটা গ্রুপের মুখপাত্র তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বলেন, “সিমোন টাটা ল্যাকমে-কে ভারতের কসমেটিক শিল্পের শীর্ষে পৌঁছে দিয়েছেন এবং ওয়েস্টসাইডের মাধ্যমে ফ্যাশন রিটেলকে নতুন যুগে প্রবেশ করিয়েছেন। তাঁর এই অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”

তাঁর আরও সংযোজন, “জীবনের নানা চ্যালেঞ্জেও তিনি অটল ছিলেন। তাঁর আশাবাদ ও দৃঢ়তা বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। তাঁর আত্মার শান্তি কামনা করি এবং এই কঠিন সময়ে শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।” পরিবার সূত্রের খবর, শনিবার সকালে ক্যাথেড্রাল অফ দ্যা হোলি নেম গির্জায় শোকসভা অনুষ্ঠিত হবে।