বৈদিক জ্যোতিষ মতে শনি-শাসিত মকর রাশিতে শুক্র ও বুধ গ্রহের বিরল সংযোগ গঠিত হতে চলেছে। ২০২৬ সালের জানুয়ারিতে তৈরি হতে চলা এই গ্রহ-যুতি মানুষের জীবনে গভীর প্রভাব ফেলবে। ধন-সম্পদের সূচক শুক্র এবং বাণিজ্য-বুদ্ধির দাতা বুধ—এই দু'টি শুভ গ্রহের মকর রাশিতে মিলন কিছু জাতকের ভাগ্য উজ্জ্বল করে তুলতে পারে।
১৫ দিনে বদলে যাবে ভাগ্য
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৬-এর ১৩ জানুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করবে এবং ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ওই রাশিতেই অবস্থান করবে। একই সময়ে ১৭ জানুয়ারি বুধও মকর রাশিতে প্রবেশ করবে এবং ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই থাকবে। অর্থাৎ ১৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতে এই দুই গ্রহের বিশেষ যুতি কার্যকর থাকবে। এই ১৫ দিনের সময়সীমা তিন রাশির জাতকদের জন্য বিপুল সৌভাগ্য ও আর্থিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য শুক্র-বুধের এই বিশেষ সংযোগ অত্যন্ত শুভ ফল বয়ে আনতে পারে। কর্মজীবনে সাফল্যের যোগ তৈরি হবে। চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা বাড়বে। বেকাররা নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন। অর্থাগমের সম্ভাবনা রয়েছে। বাবার সঙ্গে সম্পর্ক ভাল হবে এবং পরিবারের সমর্থন পাবেন।
তুলা রাশি
তুলা রাশির অধিপতি শুক্র গ্রহ, তাই বুধের সঙ্গে তার এই যুতি জাতকদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, যা ইতিবাচক ফল বয়ে আনবে। কোনও শুভ অনুষ্ঠানে যোগ দিয়ে মন ভাল থাকবে। পরিবারে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে। বিনিয়োগে লাভের সম্ভাবনা প্রবল।
মকর রাশি
মকর রাশিতেই এই শুভ গ্রহ-যুতি ঘটবে, ফলে এই রাশির জাতকরা সর্বাধিক সুফল পেতে পারেন। যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য আসবে। পরিশ্রমের পূর্ণ প্রতিদান মিলবে। নতুন নতুন সুযোগ আসবে। বিচক্ষণ সিদ্ধান্ত আপনাকে বড়সড় লাভ দিতে পারে। অর্থাগমের যোগ রয়েছে। অবিবাহিতদের বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনাও প্রবল।
২০২৬ সালের জানুয়ারিতে মকর রাশিতে গঠিত শুক্র ও বুধের বিরল যুতি জ্যোতিষমতে এক বিশেষ শক্তির সঞ্চার ঘটাবে। এই সময়ে গ্রহগত প্রভাব অনেকের জীবনেই নতুন পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে—কেউ পেতে পারেন সুযোগ, আবার কারও জীবনে আসতে পারে প্রয়োজনীয় গতি বা স্থিরতা।
গ্রহ-নক্ষত্রের এই চলন আমাদের মনে করিয়ে দেয় যে সময়ের সঙ্গে সঙ্গে জীবনের পথও বদলায়। আর সেই পরিবর্তনকে গ্রহণ করাই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ভবিষ্যতের এই সম্ভাবনাময় সময়টি ইতিবাচক মনোভাব এবং সঠিক পরিকল্পনা নিয়ে স্বাগত জানানোই সর্বোত্তম।
