জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুকে ক্রূর এবং মায়াবী গ্রহ হিসাবে ধরা হয়। এরা সব সময় বিপরীত গতিতে চলে। রাহু অশুভ হলে জাতকের জীবনে প্রচণ্ড কষ্ট নেমে আসে, এমনকি সর্বনাশও ডেকে আনতে পারে। তবে রাহু শুভ হলে জাতককে মাটির নিচে থেকে আকাশচুম্বী উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম—ধন, খ্যাতি এবং সফলতা এনে ভাগ্যই বদলে দেয়।

রাহুর মহাদশা যাদের জন্য শুভ

চারটি রাশির জন্য রাহুর মহাদশা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। এই রাশির জাতকরা রাজনীতি ও প্রশাসনে উচ্চপদ লাভ করতে পারেন। বিপুল অর্থ, খ্যাতি, সামাজিক মর্যাদা ও প্রতিষ্ঠা অর্জনের সুযোগ থাকে। জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জন্য রাহুর মহাদশা সৌভাগ্য বয়ে আনে।

সিংহ রাশি

সিংহ অগ্নিতত্ত্বের রাশি এবং রাহুর প্রিয়। সিংহ রাশির জাতকদের জন্য রাহুর মহাদশা রাজনীতি, প্রশাসন এবং নেতৃত্বের ক্ষেত্রে উচ্চপদ এনে দিতে পারে। তাঁরা মিডিয়া, অভিনয়, ব্যবসা বা বড় প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে দ্রুত খ্যাতি ও সাফল্য পেতে পারেন। রাতারাতি জনপ্রিয়তা ও সমৃদ্ধি অর্জন সম্ভব। তবে এই সময় অহংকার বেড়ে যাওয়ার ঝুঁকিও থাকে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক জলতত্ত্বের রাশি। রাহুর মহাদশায় এই রাশির জাতকরা জীবনে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে হঠাৎ খ্যাতি ও সাফল্য পেতে পারেন। দীর্ঘদিনের সংগ্রাম হঠাৎ ফল দিতে শুরু করে। বিদেশ-সংক্রান্ত কাজ বা বিদেশি যোগাযোগের মাধ্যমে বড় লাভ হতে পারে। গুপ্ত বা রহস্যময় বিষয়ের প্রতি আগ্রহ বাড়ে। তবে কখনও কখনও অতিরিক্ত আবেগ বা মানসিক অস্থিরতায় ভুগতে পারেন।

মকর ও কুম্ভ রাশি

মকর ও কুম্ভ রাশির অধিপতি শনি। এবং শনি রাহুর বন্ধু গ্রহ। তাই রাহুর মহাদশায় এই দুই রাশির জাতকদের জন্য সময় অত্যন্ত সৌভাগ্যময়। তারা প্রচুর অর্থ, ঐশ্বর্য এবং সম্পদ লাভ করতে পারেন। পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ থাকে এবং বহু উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে। পাশাপাশি সমাজসেবামূলক কাজ বা জনকল্যাণমূলক কোনও উদ্যোগের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করতে পারেন।

রাহুর মহাদশা সবসময় ভয়ের কারণ নয়—বরং সঠিক রাশিতে এটি সৌভাগ্য, সাফল্য, সম্মান এবং সমৃদ্ধির দরজা খুলে দেয়। সিংহ, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টি জীবনের গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। তবে রাহুর প্রভাব যেমন শক্তিশালী, তেমনই অনিশ্চিতও—তাই শুভ সুযোগের সঙ্গে আত্মনিয়ন্ত্রণ, বিচক্ষণতা এবং স্থির মানসিকতার প্রয়োজন থাকে। যে জাতক এই শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে পারবেন, তারই জীবনে রাহুর মহাদশা প্রকৃত পরিবর্তন এবং উন্নতি এনে দেবে।