আজকাল ওয়েবডেস্ক: আজ ১৭ অগাস্ট রবিবার। আর রবিবার মানেই সূর্য দেবের দিন। উপরন্তু আজ সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছেন অন্যদিকে মনের কারক চন্দ্র আজ বৃষ রাশিতে। সিংহ রাশিতে প্রবেশের ফলে আজ সূর্যের সঙ্গে রাহুর যোগাযোগ তৈরি হবে। এর ফলে কিছু কিছু রাশির উপর নেমে আসবে দুর্ভাগ্যের করাল গ্রাস।
আরও পড়ুন: নিজেই জানতেন না তিনি অন্তঃসত্ত্বা! মলত্যাগ করতে গিয়ে সন্তানের জন্ম দিলেন মহিলা
আরও পড়ুন: রোগীদের উপুড় করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে নিতেন! তারপর…? বিস্ফোরক অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে
কর্কট
কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিন ব্যবসা ও আর্থিক দিক থেকে চাপের হতে পারে। বিশেষ করে যাঁরা নতুন বিনিয়োগ বা বড় কোনও লেনদেনের পরিকল্পনা করেছেন, তাঁদের আরও একবার ভেবে নেওয়া উচিত। গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির সম্ভাবনা প্রবল। পরিবারেও তৃতীয় ব্যক্তির আগমনে অশান্তি দেখা দিতে পারে, যা মনকে অস্থির করবে। আজ কোনও বিষয়েই তাড়াহুড়ো না করে ধৈর্যের সঙ্গে পদক্ষেপ নেওয়া শ্রেয়।
বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিন মানসিক দিক থেকে অস্বস্তিকর হতে পারে। অর্থসংক্রান্ত দুশ্চিন্তা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, বিশেষত যাঁরা ঋণের বোঝা বহন করছেন। ভাড়ার গাড়ি চালান যাঁরা তাঁদের দিনটি ভাল যাবে না। পারিবারিক সম্পর্কেও টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত বাধা-বিঘ্ন ঘটতে পারে, যার ফলে পরিকল্পিত কাজগুলি সময়মতো সম্পন্ন নাও হতে পারে। স্বাস্থ্য সম্পর্কেও সতর্কতা অবলম্বন জরুরি। অবহেলা করলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। পিঠে এবং কোমরে ব্যথা হতে পারে।
তুলা
তুলা রাশির জাতকদের জন্য আজকের দিন আর্থিকভাবে ঝুঁকির। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। আজ কোনও চুক্তি, নতুন ব্যবসায়িক পরিকল্পনা বা দীর্ঘমেয়াদি বিনিয়োগে যুক্ত হওয়া একেবারেই উচিত নয়। আত্মীয়স্বজন বা বন্ধুরা এমন পরামর্শ দিতে পারেন যা বাস্তবে ক্ষতি ডেকে আনবে। তাই পরামর্শ নেওয়ার সময়ও সতর্ক থাকা দরকার। মানসিক অস্থিরতা কাটাতে ধ্যান বা বইপড়া সহায়ক হতে পারে।
মীন
মীন রাশির জন্য আজকের দিন লুকিয়ে থাকা নানা জটিলতার ইঙ্গিত দিচ্ছে। কাজের জায়গায় হঠাৎ করে কোনও বড় সমস্যা দেখা দিতে পারে, যা সামলাতে বেশ চাপ অনুভব করবেন। পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকা জরুরি। কারণ ভুল পদক্ষেপ বড় ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা রয়েছে। তাই যেকোনও খরচের আগে ভালোভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন।
আজকের দিনে কর্কট, বৃশ্চিক, তুলা ও মীন রাশির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ব্যবসায়িক সিদ্ধান্ত, পারিবারিক সম্পর্ক কিংবা ব্যক্তিগত স্বাস্থ্য, সব ক্ষেত্রেই সচেতনতা জরুরি। শুভ সময়ের জন্য অপেক্ষা করে ধৈর্য রাখা এবং অযথা ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
