আজকাল ওয়েবডেস্ক: ডেটিং জগতের নতুন নতুন শব্দ এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে দ্রুত ছড়িয়ে পড়ছে। ‘ঘোস্টিং’, ‘ব্রেডক্রাম্বিং’, ‘কাফিং’ বা ‘বেন্চিং’-এর পর এবার আলোচনায় এসেছে একেবারে অন্যরকম শব্দ—‘শ্রেকিং’ (Shrekking)। জেনারেশন জেড বা জেন জি তরুণরা এই শব্দটি ব্যবহার করছেন, আর তা নিয়ে চলছে ব্যাপক বিতর্ক। ‘শ্রেক’ নামটি শুনলেই মনে আসে এক রূপকথার চরিত্র, যে দেখতে অগোছালো হলেও শেষমেশ প্রেম খুঁজে পেয়েছিল। কিন্তু বাস্তব জীবনে এই শব্দ ব্যবহার হচ্ছে একেবারেই নেতিবাচক অর্থে। মূলত বোঝানো হচ্ছে, কেউ যদি নিজের মান বা ‘স্ট্যান্ডার্ড’ নামিয়ে এমন কারও সঙ্গে সম্পর্কে যায় যাকে কম আকর্ষণীয় বা কম যোগ্য মনে হয়, আর সেখানেও শেষে প্রতারণার শিকার হয়—তাহলেই সে হয়েছে ‘শ্রেকড’।
টিকটকে এই বিষয়ে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। ক্রিস্টিনা নামে এক তরুণী (হ্যান্ডেল @ChristinaOnConnection) নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, “এটা নতুন কিছু নয়, আমাকে বহুবার শ্রেকড হতে হয়েছে। আর এটা মোটেও কোনও ফেয়ারি টেল নয়।” তাঁর মতে, অনেক সময় সহানুভূতি থেকে বা ‘চান্স’ দেওয়ার জন্য মানুষ এমন সম্পর্ক গড়ে তোলে, কিন্তু পরে দেখা যায় সঙ্গীই প্রতারণা করছে।
একজন ব্যবহারকারী লিখেছেন, “দুইবার চেষ্টা করেছি ভিন্ন ধরণের ছেলেদের ডেট করতে, কিন্তু অভিজ্ঞতা ভয়াবহ।” আরেকজন মন্তব্য করেছেন, “যাদের যোগ্য মনে হয় না, তাদের সুযোগ দেওয়া বন্ধ করুন। এতে শেষমেশ নিজের জীবন-চয়েস নিয়েই প্রশ্ন তুলতে হবে।” তবে সবাই একমত নন। কারও মতে, চেহারায় কম আকর্ষণীয় মানুষও বড় মনের হতে পারে, এবং অনেক সময় সুন্দর চেহারার মানুষরাই অহংকারী হয়ে ওঠে।
সম্পর্ক বিশেষজ্ঞ অ্যামি চ্যান USA Today–কে বলেন, “এখানে মূলত ওগরের মতো কারও সঙ্গে সম্পর্ক করছেন, কিন্তু গল্পের রাজকুমারীর ট্রিটমেন্ট পাচ্ছেন না। শব্দটা নতুন হলেও আচরণ একেবারেই পুরনো।” তাঁর মতে, সমস্যাটা তখনই হয় যখন কেউ ধরে নেয় যে ‘দেখতে কম সুন্দর’ মানুষ বেশি কৃতজ্ঞ বা বেশি ভালো ব্যবহার করবে। কিন্তু বাস্তবে চরিত্র, মূল্যবোধ আর মানসিক পরিপক্বতাই আসল বিষয়।
চ্যান আরও বলেন, “শুধু সুন্দর চেহারার মানুষের কাছেই প্রতারণার সম্ভাবনা নেই, সম্পর্ক গড়ার জন্য যেকোনও সঙ্গীর ক্ষেত্রেই সঠিক মূল্যায়ন জরুরি।” তিনি পরামর্শ দেন, শারীরিক আকর্ষণ গুরুত্বপূর্ণ হলেও সেটাই সম্পর্কের মানদণ্ড হওয়া উচিত নয়। সব মিলিয়ে বলা যায়, ২০২৫ সালের ডেটিং জগতে ‘শ্রেকিং’ এখন নতুন বিতর্কের নাম। কারও মতে, এটি প্রেমের বাজারে সতর্কবার্তা, আবার কারও কাছে নিছক সোশ্যাল মিডিয়ার কেতা। তবে একটা জিনিস স্পষ্ট—ডেটিংয়ের গল্পে এখন শুধু প্রেম নয়, নতুন নতুন শব্দ আর ট্রেন্ডও সমান নাটকীয় হয়ে উঠছে।
