আজকাল ওয়েবডেস্ক: ভেবেছিলেন যৌবন পুনরুদ্ধার করবেন, কিন্তু সেই ইচ্ছাই যে এমন বিপদ ডেকে আনবে স্বপ্নেও ভাবেননি চেক প্রজাতন্ত্রের মডেল বারবোরা ক্রোপাকোভা। ‘ব্রেস্ট ইমপ্ল্যান্ট’ করাতে গিয়ে খসে গিয়েছে এই ২৮ বছর বয়সি মডেলের মাথার চুল। বাদ যায়নি ভ্রু এবং ভ্রু পল্লবের রোমও। চুল খুইয়ে এখন তিনি পুরোপুরি টাক।

সম্প্রতি সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বারবোরা নিজেই। ভক্তদের জানিয়েছেন নিজের শারীরিক অবস্থার কথা। বারবোরা জানান, মা হওয়ার পর তাঁর মনে হয়েছিল শারীরিক গঠন কিছুটা নষ্ট হয়ে গিয়েছে। তাই ভেবেছিলেন কৃত্রিম পদ্ধতিতে উন্নত করবেন বক্ষ যুগল। সেই মতো প্রাগের একটি হাসপাতালে স্তনের তলায় সিলিকনের ইমপ্ল্যান্ট বসান তিনি। আর তাতেই বিপত্তির শুরু।

বারবোরা জানিয়েছেন, ইমপ্ল্যান্ট হিসাবে যে সিলিকন ব্যবহার করা হয় তাতেই তাঁর শরীরে প্রতিক্রিয়া দেখা দেয়। চিকিৎসকরা জানান সিলিকনের প্রভাবে মডেলের শরীরে এক ধরনের ‘অটো ইমিউন’ রোগ দেখা দিয়েছে। চিকিৎসা শাস্ত্রের পরিভাষায় এই রোগটিকে বলা হয় ‘অ্যালোপেসিয়া’। এই রোগে দেহের সমস্ত চুল পড়ে যায়। বারবোরা জানিয়েছেন, অস্ত্রোপচারের মাত্র চার সপ্তাহের মধ্যে সম্পূর্ণ টাক পড়ে যায় তাঁর। মানসিক ভাবে বিপর্যস্ত পড়েন তিনি। তবে প্রাথমিক ভাবে কান্নায় ভেঙে পড়লেও এখন কিন্তু বিষয়টির সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন বারবোরা। অন্তত তেমনই দাবি করেছেন মডেল। এমনকী নতুন লুকেই নিজের মডেলিং ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে চান বলেও জানিয়েছেন বারবোরা।