আজকাল ওয়েবডেস্ক: একবার মেক আপ করলে কেউ ধরতেই পারবে না ছেলে না মেয়ে। আর সেই সুযোগ কাজে লাগিয়েই চলত পুরুষ শিকার। এমনই বিরল এক প্রতারকের খোঁজ মিলল চীনে। ৩৮ বছর বয়সি ওই ব্যক্তির নাম জিয়াও। চীনের নানজিং প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তি অনলাইনে ফাঁদ পাততেন একাকী পুরুষদের জন্য। তারপরই চলত নানাবিধ প্রতারণা।
প্রশাসনের দাবি, বেশ কয়েক বছর ধরেই এই কাজ করে আসছেন অভিযুক্ত ব্যক্তি। অনলাইনে তাঁর একাধিক প্রোফাইলের খোঁজ পাওয়া গিয়েছে। সিস্টার হং এবং রেড আঙ্কেল নামের দু’টি প্রোফাইল থেকে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন তিনি। এখনও পর্যন্ত প্রায় আড়াইশো পুরুষ তাঁর শিকার হয়েছেন বলে খবর।
আরও পড়ুন: ১২ কেজির বিশাল স্তন! ফিট হয় না কোনও জামা! কেন এমন হল? তরুণীর কষ্ট শুনলে চোখে জল আসবে
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রথমে অনলাইনে নিজেকে অবলা নারী হিসাবে পরিচয় দিতেন তিনি। এরপর নানা অছিলায় নিজের বাড়িতে ওই পুরুষদের আমন্ত্রণ জানাতেন। কখনও সরাসরি যৌনতার প্রস্তাব দিয়ে কখনও আবার সামান্য মুদি দোকানের জিনিস দিয়ে যাওয়ার কাজে। একবার সেই ফাঁদে পা দিয়ে তাঁর বাড়ি গেলেই ঘটে যেত বিপদ। তাঁদের নানান যৌন কার্যকলাপে বাধ্য করতেন তিনি। সেই কাজ ভিডিও রেকর্ডিং করতেন। এই রেকর্ডিং কখনও অনালাইনে বিক্রি করতেন, কখনও আবার সেগুলি ফাঁস করার ভয় দেখিয়ে চলত ব্ল্যাকমেইল। এখনও পর্যন্ত তদন্ত করে হাজারেরও বেশি নিষিদ্ধ ভিডিওর সন্ধান পেয়েছে পুলিশ।
আরও পড়ুন: ১২ কেজির বিশাল স্তন! ফিট হয় না কোনও জামা! কেন এমন হল? তরুণীর কষ্ট শুনলে চোখে জল আসবে
এখানেই শেষ নয়। পুলিশি তদন্তে জানা গিয়েছে ওই ব্যক্তির শিকার হওয়া আড়াইশো ব্যক্তির মধ্যে একাধিক এইডস আক্রান্ত ব্যক্তি রয়েছেন। এই ভাইরাস অভিযুক্তের থেকে ছড়িয়েছে কি না তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে স্থানীয় স্বাস্থ্য দফতরের থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। অভিযুক্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের অবিলম্বে প্রশাসনের সাহায্য নিতে বলা হয়েছে। করতে বলা হয়েছে এইচআইভি পরীক্ষাও।
বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে চীনের সমাজমাধ্যমে। সাম্প্রতিক কালে এতবড় অনলাইন প্রতারণা হয়নি বলেই মত নেটিজেনদের। অভিযুক্ত ব্যক্তির কড়া শাস্তির দাবিও জোরালো হচ্ছে। সেদেশের আইন বিশেষজ্ঞদের মতে, প্রতারণা, ব্ল্যাকমেল, গোপনীয়তা লঙ্ঘন এবং রোগ ছড়ানোর মতো একাধিক বিষয়ে অভিযুক্ত হয়েছেন ওই ব্যক্তি। অপরাধ প্রমাণিত হলে অন্তত ১০ বছরের কারাবাস হতে পারে তাঁর।
