আজকাল ওয়েবডেস্ক: নিজের ইচ্ছায় ঘরের ভিতরে বন্দি হয়ে ছিলেন দিনের পর দিন। কিন্তু তার পরিণতি যে এমন মর্মান্তিক হবে সেকথা কল্পনা করতে পারেননি কেউ। থাইল্যান্ডে ঘটে গেল এমন এক মর্মান্তিক ঘটনা যা চমকে দিয়েছে সারা পৃথিবীর নেটিজেনদের।
থাইল্যান্ডের রায়ং প্রদেশে এক ৪৪ বছর বয়সি ব্যক্তির এমন ভাবে মৃত্যু হয়েছে, যাতে আঁতকে উঠেছেন অনেকে। প্রশাসনের প্রাথমিক অনুমান অনুযায়ী এক মাসেরও বেশি সময় ধরে সমস্ত রকম খাবার খাওয়া ছেড়ে দিয়েছিলেন তিনি। শুধুমাত্র বিয়ার খেয়েই বেঁচে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শরীর এই অত্যাচার আর সহ্য করতে পারেনি। বাড়িতেই মৃত্যু হয় তাঁর। গত সপ্তাহে উদ্ধারকারী দল যখন তাঁর দেহ উদ্ধার করে, তখন ঘরের মধ্যে ১০০টিরও বেশি খালি বিয়ারের বোতল পড়ে থাকতে দেখা যায়।
মৃত ব্যক্তির নাম থাউইসাক নামওংসা (৪৪)। তিনি বিবাহবিচ্ছিন্ন এবং তাঁর ১৬ বছরের এক পুত্রসন্তান রয়েছে। ছেলেটি তদন্তকারীদের জানিয়েছে, স্কুল থেকে বাড়ি ফিরে সে দেখে, বিছানার উপর অগণিত খালি বিয়ারের বোতলের মাঝে পড়ে আছেন বাবা। পাশাপাশি শরীরে তীব্র খিঁচুনি হচ্ছে। দেরি না করেই প্রতিবেশীদের ডাকে সে।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
খবর পেয়ে পাশেই একটি স্বেচ্ছাসেবী সংগঠন সিয়াম রায়ং ফাউন্ডেশনের থেকে আসে উদ্ধারকারী দল। বান চ্যাং জেলার ওই বাড়িতে পৌঁছয়। তারাও গিয়ে দেখে, শোবার ঘরের মেঝেতে ১০০টিরও বেশি খালি বিয়ারের বোতল পরিপাটি করে সাজানো রয়েছে। বোতলের মাঝে শুধুমাত্র বিছানায় যাওয়ার জন্য একটি সরু পথ তৈরি করা আছে। ছেলেটি জানায় যে, সে প্রতিদিন তার বাবার জন্য গরম খাবার রান্না করত, কিন্তু নামওংসা কিছুই খেতে চাইতেন না। মাসখানেক ধরে তিনি কেবল বিয়ার পান করেই দিন কাটাচ্ছিলেন।
এখনও পর্যন্ত অবশ্য মৃত্যুর কারণ সরকারি ভাবে ঘোষণা করা হয়নি। তবে পরিজন এবং প্রশাসনের প্রাথমিক অনুমান, তীব্র মানসিক অবসাদের কারণেই নামওংসা খাবারের পরিবর্তে অ্যালকোহলকে বেছে নিয়েছিলেন। জানা গিয়েছে কিছুদিন আগেই বিবাহবিচ্ছেদ হয়েছিল তাঁর। তারপরেই অবসাদে ডুবে গিয়েছিলেন তিনি। তাঁর অন্য কোনও শারীরিক অসুস্থতা ছিল কিনা, সে বিষয়ে তাঁর ছেলে কিছুই জানত না। ফলে মনে করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়েছে তাঁর।
প্রসঙ্গত ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সপ্তাহে ১৪ ইউনিটের বেশি মদ্যপান করা উচিত নয়। ১ ইউনিট বলতে বোঝানো হয় ৮ মিলিলিটার অ্যালকোহল। এর বেশি মদ্যপান করলে সরাসরি শরীরে বিষক্রিয়া হতে পারে। লিভার বা কিডনির ক্ষতি বাদ দিলেও অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হওয়াও অস্বাভাবিক নয়। ফলে ওই ব্যক্তি যে বিপুল পরিমাণ মদ্যপান করেছেন বিগত এক মাসে তাতে সরাসরি শরীরে বিষক্রিয়া হলেও অবাক হওয়ার কিছু নেই বলেই মত বিশেষজ্ঞদের।
