আজকাল ওয়েব ডেস্ক: জ্যোতিষ শাস্ত্র অনুসারে, প্রতি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পরবর্তন করে। যার বড় প্রভাব পড়ে বিভিন্ন রাশির জীবনে। ধনতেরাসে ৫ শুভ যোগে শুরু হয়ে গিয়েছে দুর্দান্ত সময়। এই শুভ সময়ে, বুধ এবং শুক্রের মিলন ঘটেছে। বুধ বৃশ্চিকে প্রবেশ করে শুক্রের সঙ্গে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি করেছে। বুধকে বুদ্ধিমত্তা ও সম্পদের গ্রহ বলে হয়। অন্যদিকে, শুক্রকে সম্পদ, সমৃদ্ধি এবং বৈষয়িক সুখের গ্রহ বিবেচনা করা হয়। এই দুইয়ের মিলনে তৈরি হওয়া লক্ষ্মী নারায়ণ রাজযোগ ৩ রাশির জীবনে উন্নতির পথ খুলে দেবে, রাতারাতি রয়েছে অর্থলাভের সুযোগ। তাহলে দীপাবলিতে সৌভাগ্যের শিখরে থাকবেন কারা? জেনে নেওয়া যাক-  

মিথুন রাশি- দীপাবলিতে মিথুন রাশির সুদিন আসতে চলেছে। কেরিয়ারে ব্যাপক উন্নতির সুযোগ রয়েছে। আয় যেমন বাড়বে, তবে উপার্জনের চেয়ে বেশি ব্যয় হতে পারে। তাই এই বিষয়ে সতর্ক থাকা জরুরি। মা লক্ষ্মীর আশীর্বাদে মিটবে অর্থকষ্ট। ব্যবসায় বড় লাভের যোগ রয়েছে। ভবিষ্যতে লাভ হবে এমন চুক্তি করতে পারেন। সঙ্গীর সঙ্গে সম্পর্কে উন্নতি হতে পারে। পরিবারে শান্তি থাকবে।

তুলা রাশি- বুধ-শুক্রের মিলনে আর্থিকভাবে লাভবান হবেন তুলা রাশির মানুষেরা। নিজের পরিশ্রমের দাম পাবেন। কাজের মর্যাদা অনুযায়ী পাবেন বেতনও। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে, উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা কুড়োবেন। কঠিন পরিস্থিতিতেও ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। লক্ষ্মী নারায়ণ রাজ যোগের শুভ প্রভাব জীবনে বড় উন্নতি নিয়ে আসবে। পারিবারিক সমস্যার সমাধানসূত্র পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভাল হবে।

বৃশ্চিক রাশি- সুখের দিন আসতে চলেছে বৃশ্চিক রাশির। কর্মজীবনেও সুবিধা পাবেন। নিজের কাজ ও কথায় অফিসে সকলের মন জয় করতে পারেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করতে পারেন। ছোট-বড় ব্যবসায় বড় লাভ হতে পারে। আয় ও ব্যয়ের ভারসাম্য রেখে বাড়বে সঞ্চয়। সমাজে যশ খ্যাতি বাড়বে। সব বাধা কেটে অর্থভাগ্য থাকবে তুঙ্গে।