আজকাল ওয়েবডেস্ক: চার স্ত্রীর আয়ে চলে সংসার। তাঁর একমাত্র কাজ স্ত্রীদের শারীরিক ও মানসিক ভাবে সঙ্গ দেওয়া। ৩৬ বছর বয়সি জাপানি যুবক রিউতা ওয়াতানাবের এহেন জীবনযাপন গত অক্টোবরে শোরগোল ফেলে দিয়েছিল সমাজমাধ্যমে। জাপানের উত্তরাঞ্চলে অবস্থিত হোক্কাইডোর বাসিন্দা রিউতা নিজেই সমাজমাধ্যমে সগর্বে প্রচার করেছিলেন নিজের বহুগামিতার কথা। 


সমাজমাধ্যমে রিউতা জানিয়েছিলেন, বর্তমানে তিন স্ত্রী এবং চার সন্তান তাঁর সঙ্গেই থাকে। তৃতীয় স্ত্রী সন্তানসম্ভবা। চতুর্থ স্ত্রী মনোমালিন্যের কারণে আলাদা থাকছেন। তবে এই চার সন্তান ছাড়াও তাঁর আরও ৭ সন্তান রয়েছে। রিউতা বিভিন্ন সময়ে বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন, তাঁরাই ওই সাত সন্তানের জননী।

জাপানের সরকারি আইন বলছে সে দেশে বহুবিবাহ আইনত নিষিদ্ধ। তবে রিউতার সাফাই, কোনও স্ত্রীর সঙ্গেই তাঁর আইনত বিবাহ হয়নি। তাঁরা স্বেচ্ছায় তাঁর সঙ্গে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন।

রিউতার জীবনযাপনের পদ্ধতি নিয়ে কেউ কেউ আপত্তি জানিয়েছিলেন সমাজমাধ্যমে। এবার সেই বিষয়টি নিয়েও মুখ খুলেছেন যুবক। জানিয়েছেন সমাজমাধ্যমে তাঁর বহুগামী জীবনের ভ্লগ দেখতে পছন্দ করেন অনেকেই। আর সেই ভিডিও থেকেই তিনি বর্তমানে মাসে অন্তত আট হাজার ডলার আয় করছেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা। সেই অর্থেই তিনি একটি পোশাক পরিচ্ছেদের ব্যবসা খুলতে চান। রিউতার দাবি, এই ব্যবসা ভাল চললে আর আর্থিক ভাবে স্ত্রীদের উপর নির্ভর করতে হবে না তাঁকে।