আজকাল ওয়েবডেস্ক: উচ্চ আইকিউ সম্পন্ন মানুষ ভবিষ্যতে বেশি মদ্যপান করেন—এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে আমেরিকার ইউটি সাউথওয়েস্টার্ন মেডিক্যাল সেন্টারের এক গবেষণায়। ‘অ্যালকোহল অ্যান্ড অ্যালকোহলিজম’ পত্রিকায় প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, উচ্চ বিদ্যালয়ের আইকিউ স্কোর ভবিষ্যতের মদ্যপানের ধরন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষক ই. শেরউড ব্রাউন জানিয়েছেন, “আইকিউ ভবিষ্যৎ নির্ধারণ করে না ঠিকই, কিন্তু এটি এমন কিছু সামাজিক পরিস্থিতি সৃষ্টি করে, যা মদ্যপানের প্রবণতায় প্রভাব ফেলতে পারে।” ১৯৫৭ সালে উইসকনসিনের প্রায় ১০,০০০ শিক্ষার্থীর উপর করা সমীক্ষার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আইকিউ যত বেশি, নিয়মিত ও অতিরিক্ত মদ্যপানের সম্ভাবনাও তত বেশি। তবে বিস্ময়করভাবে, উচ্চ আইকিউধারীরা মদ্যপানে (বিঞ্জ ড্রিংকিং) কম জড়িয়ে পড়েন।

গবেষণায় আরও উঠে এসেছে, পুরুষদের মধ্যে বিপজ্জনক মাত্রায় মদ্যপানের হার নারীদের তুলনায় অনেক বেশি। যদিও এই সমীক্ষার নমুনার ৯৯ শতাংশই শ্বেতাঙ্গ, গবেষকরা এখন আরও বৈচিত্র্যময় জনগোষ্ঠীর উপর গবেষণার আহ্বান জানিয়েছেন। এই ফলাফল সমাজে প্রচলিত অনেক ধারণার উল্টো এবং আলোচনার ঝড় তুলেছে একাডেমিক মহলে।