আজকাল ওয়েবডেস্ক: যে কোনও মানুষের জীবনে বিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পাত্র-পাত্রী কোন বয়সে বিয়ে করবেন তা একান্ত তাঁদের নিজস্ব বিষয়। কিন্তু জানেন কি একটা নির্দিষ্ট বয়সে বিয়ে করলে পুরুষদের আয়ু বাড়ে, সুখের হয় যৌন জীবন? হ্যাঁ, গবেষণায় এমনই এক অবাক করা তথ্য উঠে এসেছে।  

সম্প্রতি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিয়ে করার সঠিক বয়স নিয়ে একটি গবেষণা করা হয়েছে। ২৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজারের বেশি পুরুষদের উপর গবেষণা করা হয়েছিল। সেখানেই পুরুষরা ঠিক কোন বয়সে বিয়ে করলে সুখে থাকেন, সেই তথ্য সামনে এসেছে।

লোকমুখে কথিত রয়েছে, ছেলেরা দেরিতে বিয়ে করলে সংসার সুন্দর হয়। স্বামীর থেকে স্ত্রীর বয়স কম হলেও নাকি সুখী হয় দাম্পত্য! যদিও এমন তথ্যে কোনও বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি। বরং গবেষণায় দেখা গিয়েছে, মেয়েদের মতো ছেলেদেরও কম বয়সে বিয়ে করা উচিত। কারণ হিসাবে গবেষকরা জানিয়েছেন, বয়স কম থাকলে মনের মতো সঙ্গী পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে! সেক্ষেত্রে ২৫-এর মধ্যে বিয়ে হলে সব থেকে বেশি সুখী হন পুরুষেরা।

বিশেষজ্ঞদের মতে, অল্প বয়সে বিয়ে করলে যৌন জীবনও সুখের হয়। কাছে ঘেঁষতে পারে না রোগভোগ, শরীর ও মন থাকে চনমনে। আসলে কম বয়সে বিয়ে হলে দ্রুত সন্তান নেওয়ার চাপ থাকে না। ফলে স্বামী-স্ত্রী অনেক বেশি নিজেদের মতো করে সময় কাটাতে পারেন। অন্যদিকে, বেশি বয়সে বিয়ে করলে বিবাহিত জীবনের প্রথম থেকেই সংসার, চাকরির দুশ্চিন্তা বেশি থাকে, বাড়ে মানসিক চাপ। ফলে সার্বিকভাবে আয়ু বাড়ে বলেও গবেষণায় উঠে এসেছে।