দিন কয়েক হল দুঃস্বপ্নের এক রাত পেরিয়েছে কলকাতা। পুজোর মুখে রেকর্ড বৃষ্টিতে ডুবে গিয়েছে শহর, বিধ্বস্ত হয়েছে জনজীবন। প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি পেরিয়ে সবে একটু ঘুরে দাঁড়াতে শুরু করেছে উৎসবনগরী। তার মাঝেই ফের আশঙ্কার মেঘ। আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপের জেরে বৃষ্টি নামতে পারে পুজোর দিনগুলোতেও।
তা হলে? সারা বছর যার জন্য হাপিত্যেশ অপেক্ষা, শারদীয়ার সেই মূল্যবান সময়টা কেটে যাবে বাড়িতেই? পুজোর আনন্দ সব মাটি? কে বলেছে? ঘরবন্দি যদি থাকতেও হয়, তবু উৎসবের আমেজ কিংবা মেজাজ কোনওটাই জলে ভেসে যাবেনা। ভাবছেন কীভাবে? রইল তারই হদিশ।
আড্ডা হবে খুব জমাটিঃ বৃষ্টি পড়লে না হয় ঠাকুর দেখার প্ল্যান ভেস্তে যেতে পারে। তা বলে দেখা হবে না, এমনটা নিশ্চয়ই নয়। বন্ধুরা, তুতো ভাইবোনেরা কিংবা আত্মীয়স্বজন মিলে বাড়িতেই জমুক না আড্ডার মৌতাত! কথা, গান, ইন্ডোর গেমস, হাসি-হুল্লোড়ের ফাঁকে মুখও চলুক সমানতালে। যদি বৃষ্টিতে কেউ আসতে না পারে, তবে বাড়ির মানুষগুলোই একদিন আড্ডা দিক না জমিয়ে। শেষ কবে মা-বাবর সঙ্গে জম্পেশ আড্ডা দিয়েছেন, মনে পড়ে?
ভজহরি মান্না শরণেঃ রেস্তোরাঁয় কব্জি ডুবিয়ে খাওয়ার প্ল্যান ছিল। জল ঢালল বৃষ্টি। কুছ পরোয়া নেই! আপনিই বরং হয়ে যান এক দিনের ভজহরি মান্না! ইউটিউব আছে তো! পছন্দের রান্নার রেসিপি দেখে ইদানীং অনেকেই কিন্তু বাড়িতে দিব্যি রেঁধে ফেলছেন সুস্বাদু সব পদ। বলি, আপনি কম যাবেন নাকি?
মা দুর্গা অনলাইনঃ ঠাকুর দেখা হল না মন খারাপ। আজকাল টিভিতে নিউজচ্যানেল কিংবা সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় ঠাকুর দেখার হাজারো সুযোগ। বাড়ি থেকে বেরোতে পারলেন না তো কী! বৃষ্টিতে ঘরে বসেই দেখে ফেলুন কলকাতা থেকে জেলা, এমনকী দেশ-বিদেশের ঠাকুর। কাদা বা ভিড় থেকে ঢের দূরে বসেই!
পর্দা-পারের গল্পঃ হলে গিয়ে সিনেমা দেখার সাধ না হয় মিটল না! ওটিটিতেই বরং জমিয়ে দেখুন পছন্দের সিনেমা অথবা ওয়েব সিরিজ। উৎসবের মরসুমে মুক্তি পাচ্ছে একগুচ্ছ কনটেন্ট। বাড়িতে ল্যাপটপ, স্মার্ট টিভি বা হোম থিয়েটার নেই? নিদেনপক্ষে একটা সাদা বা হাল্কা রঙের খালি দেওয়াল আছে? একটা ছোট্ট মোবাইল প্রোজেক্টার কিনে ফেলুন ঝটপট। তারপর মোবাইলের অ্যাপ থেকে সোজা দেওয়ালে ধরা দেবে পছন্দের ওটিটি ছবি কিংবা সিরিজ।
বই যখন সইঃ বই পড়তে ভীষণ ভালবাসেন। এদিকে রোজকার জীবনযুদ্ধে সে সুযোগ মেলে কই! পুজোয় ঘরবন্দি থাকতে হলে তবে এই সময়টায় পড়ে ফেলুন বহুদিন ধরে জমিয়ে রাখা পছন্দের বইগুলো। মনের খিদে ভরপুর মিটবে!
মিশন হস্তশিল্পঃ ক্রাফট আপনার বরাবরের প্রিয়। ছোটবেলায় কত গ্রিটিংস কার্ড, ঘর সাজানোর কত টুকিটাকি, আত্মীয়-বন্ধুদের দেওয়ার উপহার বানাতেন নিজের হাতেই। সেপিয়া ফ্ল্যাশব্যাক থেকে সে সব দিন ফিরিয়ে আনুন বাস্তবের ইস্টম্যান কালারে। ঘরবন্দি থাকতে হলে বোর না হয়ে বরং আত্মীয়, বন্ধু বা বিশেষ মানুষটির জন্য বিজয়ার উপহার বানান নিজের হাতেই। চমক তো হবেই, সঙ্গে দেখুন কেমন চওড়া হয়ে যায় তাঁদের মুখের হাসি!
ভিডিয়ো কল জিন্দাবাদঃ ব্যস্ত জীবনের সাঁড়াশি চাপে কাছে থাকা মানুষজনের সঙ্গেই দেখা হয়না আজকাল। দূরে থাকা আত্মীয় বা বন্ধুদের সঙ্গে তো প্রশ্নই নেই। পুজোয় ঘরবন্দি থাকতে হলে বরং তাঁদের সঙ্গে জমিয়ে কথা বলুন। সম্পর্ক ঝালিয়ে নিলে আপনারই মন ভাল হবে, কথা বলার লোকও বাড়বে। ভিড়ের মধ্যে একলাটি হয়ে বাঁচার জমানায় সেটা কিন্তু বাড়তি পাওনা!
মি-টাইম জিন্দাবাদঃ কেরিয়ারকে কিংবা অন্য মানুষদের সময় দিতে গিয়ে, ঘরে-বাইরে কাজের চাপে নিজের কথাই ভাবা হয়না শেষমেশ। পুজোর দিনগুলো বাড়িতে কাটাতে বাধ্য হলে বরং নিজেকেই পুরোপুরি সময় দিয়ে দেখুন না। যা ইচ্ছে করুন, যেমনটা ভাল লাগে থাকুন, যা ইচ্ছে খান, ঘুমোন কিংবা গান শুনুন। এমন সুযোগ তো কমই মেলে!
পুজোতে ঘরবন্দি যদি বা হতে হয়, উৎসব ঠিকই আসবে।
