সম্পর্কে আছেন। মনপ্রাণ দিয়ে সঙ্গীকে ভালবাসছেন। তার প্রতি সব কর্তব্যও পালন করছেন। অথচ মনে হচ্ছে উল্টো দিকের মানুষটার থেকে সেই ভালবাসা আর পাচ্ছেন না। সম্পর্কটা থাকলেও হারিয়ে যাচ্ছে প্রেম। কী ভাবে বুঝবেন সঙ্গীর মনে আপনার জায়গা ক্রমশ কমে আসছে?
মনোমালিন্য, ঝগড়া আগেও হত। চলত ব্লক-আনব্লক খেলা। কখনও আবার তুমুল চেঁচামেচি। তবে অভিমানের বরফ গলতে লাগত না বেশি সময়। কিছুক্ষণ পরেই আপনার সঙ্গীর রাগ কমত। আপনারা কাছাকাছি আসতেন। বা ভালবাসার মানুষের রাগ ভাঙাতে বেগ পেতে হত না বিশেষ। কিন্তু সেই সমীকরণ যদি বদলায়, বুঝতে হবে ভালবাসায় ভাটা পড়েছে। আপনার সঙ্গী যদি সব বিষয়েই নিরুত্তাপ থাকেন, এমনকি কলহেও নিশ্চুপ থেকে যান, তবে বুঝে নিতে হবে সম্পর্কে প্রতি মায়া হারিয়েছেন তিনি।
সারাদিন ব্যস্ত থাকলেও রাতে একসঙ্গে সময় কাটানোর জন্য মুখিয়ে থাকতেন দু’জনেই। এখন আর রাতে বাড়ি ফিরতে চাইছেন সঙ্গী? এমনকি ফোন-ভিডিও কলেও অনীহা? এক বা দু’দিন এমনটা হতেই পারে। কিন্তু সাময়ির এই অনীহা যদিও অবহেলায় পরিণত হয়, তা হলে বুঝবেন ভালবাসার মানুষটির আপনার প্রতি টান কমছে।
কাজ হোক বা দিনের খুঁটিনাটি, মনের মানুষটি আপনার সঙ্গে ভাগ করে নিতেন সব। অথচ এখন প্রশ্ন করলেও মেলে না উত্তর। নিজেকে যেন ক্রমশ গুটিয়ে নিতে চাইছেন তিনি। এমনটা হলে বুঝবেন সম্পর্ক শেষের শুরু।
আগে যে মানুষটি কথায় কথায় ভালবাসা প্রকাশ করতেন, তিনি যদি সম্পূর্ণ ভাবে দূরে যান, তা হলে সম্পর্কে কোথাও ফাঁক আছে বলে ধরে নেওয়া যেতে পারে।
শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্ককে আরও মজবুত করে। কিন্তু আপনার স্পর্শ যদি তার আর ভাল না লাগে বা কোনও ভাবে আপনাকে এড়িয়ে যান, তা হলে বুঝতে হবে আপনার প্রতি তার আগ্রহ কমেছে।
আপনার সঙ্গী ভবিষ্যতের যদি পরিকল্পনা করা এড়িয়ে যান, তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে আপনার সঙ্গী সম্পর্কটি শেষ করতে চান।
সুস্থ সম্পর্কের কথোপকথন গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গী যদি নিজের মনের কথা প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং আপনিও একই দ্বিধা বোধ করেন, তাহলে যোগাযোগের অভাবের বিষয়টি উত্থাপন করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গীর সঙ্গে এটি সমাধান করুন। অন্যথায়, আপনার সম্পর্ক বিষাক্ত হয়ে উঠতে পারে এবং শেষ হয়ে যেতে পারে।
গভীর রাতে ফোন, দীর্ঘ মেসেজ এবং স্বতঃস্ফূর্ত ডেট - এই সবই প্রমাণ করে যে দু’জন ব্যক্তি একটি সম্পর্কে কতটা আগ্রহী। যখন এই ধরনের জিনিসগুলি কমে যায়, রোজকার কথা একঘেয়ে লাগে, বুঝবেন সম্পর্কে প্রেমের ঘাটতি দেখা দিয়েছে।
