আজকাল ওয়েবডেস্ক: সময়ের সঙ্গে বদল এসেছে বিয়ের অনুষ্ঠান, সাজ-পোশাকে। চিরাচরিত ভারী বেনারসি কিংবা লেহেঙ্গা চোলি, জমকালো মেকআপের পরিবর্তে ‘নো মেকআপ লুক’ই এখন পছন্দ বেশিরভাগ কনের। হলিউডের কার্দাশিয়ান বোন থেকে বলিউডের আলিয়া ভাট কিংবা অদিতি রায় হায়দার, সকলেই কনের বেশে এই ‘নো-মেকআপ লুক’ নজর কেড়েছেন।
‘নো মেকআপ লুক’ আসলে কী? সাজব কিন্তু দেখলে মনে হবে সাজিনি—এ ধরনের সাজই হল 'নো মেকআপ লুক'। চেহারায় কয়েক স্তরের মেকআপ থাকলেও তা দেখে বোঝার উপায় থাকবে না। লালের বদলে বাদামি লিপস্টিক, চোখের সাজও হালকা, গালের ওপরও ব্লাশঅন নেই বললেই চলে। সর্বোপরি ফাউন্ডেশন দেখলে মনে হয়, ত্বকটাই দেখা যাচ্ছে। শুধু অভিজাত বিয়েই নয়, আজকাল মধ্যবিত্ত বাড়ির কনেরাও এই মেকআপের দিকেই ঝুঁকছেন। আপনিও কি বিয়ের দিন এই ধরনের মেকআপে সাজতে চান? তাহলে কয়েকটি সহজ টোটকা মেনে চলুন।
* ডিপ ক্লিনজিংয়ের পর আগে টোনার, ফেস সিরাম লাগাতে হবে। তারপর সানস্ক্রিন লাগিয়ে প্রাইমার লাগান।
* নো মেকআপ লুকে খুবই হালকা ধাঁচের ফাউন্ডেশন লাগাতে হবে। ফাউন্ডেশনের বদলে বিবি ক্রিম বা সিসি ক্রিমও লাগাতে পারেন। কালার কারেক্টর ব্যবহার করে কনসিলার লাগান।
* ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে কাছাকাছি রঙের ব্লাশঅন বেছে নিন। কড়া গোলাপি কিংবা লাল রং থেকে দূরে রাখুন। ক্রিমভিত্তিক ব্লাশঅন নিলে ভালো। শিমারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আসলে পাউডারভিত্তিক শিমারে অনেক সময় দানা দানা ভাব চলে আসে।
* চোখের সাজের জন্যও ক্রিম হাইলাইটার ব্যবহার করুন। ভুরুও অনেক বেশি গাঢ় করে আঁকা যাবে না।
* ঠোঁটে হালকা লিপস্টিক লাগাতে হবে। চাইলে লিপগ্লসও নিতে পারেন। চোখের সাজটা একটু গাঢ় করে নিলেই হবে।
মনে রাখবেন, নূন্যতম মেকআপ লুকের জন্য ত্বকের সুস্থ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ত্বকের স্বাস্থ্য ঠিক না থাকলে ‘নো মেকআপ লুক’ ঠিকমতো ফুটে উঠবে না।
