আজকাল ওয়েবডেস্ক: পুরুষের শুক্রাণুই বলে দেবে কে কত দিন বাঁচবেন! শুনতে অবাক লাগলেও এমনই দাবি করছেন একদল বিশেষজ্ঞ। সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে, যাঁদের শুক্রাণুর স্বাস্থ্য যত ভাল, তাঁর আয়ু তত বেশি।
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক ডক্টর লার্ক প্রিসকর্ন এবং নিল যোগেরসন ৭৮২৮৪ জনের উপর এই সমীক্ষা চালিয়েছেন। তাঁরা ৫০ বছর ধরে বন্ধ্যত্ব এবং বীর্যের সম্পর্ক নিয়ে গবেষণা করছেন। সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁদের দেহে অন্তত ১২ কোটি মোটাইল স্পার্ম রয়েছে, তাঁদের আয়ু তুলনামূলক ভাবে বেশি। এই ধরনের মানুষ ৫০ লক্ষের কম মোটাইল স্পার্ম উৎপাদনকারী পুরুষদের তুলনায় প্রায় তিন বছর বেশি বাঁচেন। 'মোটাইল স্পার্ম' কাকে বলে? সুস্থ এবং চলনে সক্ষম শুক্রাণুকেই বিজ্ঞানের ভাষায় মোটাইল স্পার্ম বলে।
নিখুঁতভাবে বলতে গেলে, ১২ কোটিরও বেশি মোটাইল স্পার্ম সম্পন্ন পুরুষরা, ০ থেকে ৫০ লাখ মোটাইল স্পার্ম সম্পন্ন পুরুষদের তুলনায় ২.৭ বছর বেশি বেঁচে ছিলেন। লার্ক প্রিসকর্ন বলছেন, 'সহজ ভাষায় বলতে গেলে বীর্যের গুণমান যত কম, আয়ু তত কম।' কিন্তু ঠিক কেন হয় এমন? গবেষকরা নিশ্চিতভাবে জানাতে পারেননি। তাঁদের বক্তব্য, সম্ভবত শরীরের গভীরে কোনও সমস্যা চললে তা বাইরে থেকে বোঝা যায় না। কিন্তু তার প্রভাব ভিতরের অঙ্গের উপর পড়ে। হয়তো একই বিষয় হচ্ছে শুক্রাণুর ক্ষেত্রেও। সম্ভবত অজ্ঞাত কোনও সমস্যার পরোক্ষ প্রভাব থেকেই খারাপ হচ্ছে শুক্রাণুর স্বাস্থ্য।
