আজকাল ওয়েবডেস্কঃ সময়ের সঙ্গে বদল এসেছে জীবনযাপনে। যার হাত ধরে অল্প বয়সেই শরীরে থাবা বসাচ্ছে একাধিক ক্রনিক অসুখ। যার মধ্যে অন্যতম ফ্যাটি লিভার সহ লিভারের আরও অনেক সমস্যা। বেশিরভাগ মানুষের ধারণা, মদ্যপান করলেই শুধুমাত্র লিভারের অসুখ হয়। কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন, এই ধারণা একেবারেই সত্যি নয়। 

সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, বর্তমানে প্রায় ৪০ শতাংশ ভারতীয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভুগছেন। আর এই রোগের হাত ধরে শরীরে বাসা বাঁধতে পারে লিভার সিরোসিসের মতো মারণ ব্যাধি। তাই প্রাথমিক পর্যায় রোগ শনাক্ত করা জরুরি। লিভারের সমস্যার কয়েকটি লক্ষণ প্রাথমিকভাবে শরীরে দেখা দেয়। জেনে নেওয়া যাক সেই বিষয়ে- 

১. ঘুম থেকে উঠে পেট ফুলে ওঠা বা অলসবোধঃ যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পেট ফুলে ওঠে কিংবা এনার্জি কম পান তাহলে সতর্ক হন। বিশেষ করে এর সঙ্গে বমি বমি ভাব বা খিদে না পাওয়া লিভারের সমস্যার লক্ষণ হতে পারে।
২. খিদে কমে যাওয়া বা ঘন ঘন বমি বমি ভাবঃ যদি আপনার ক্রমাগত খিদে না পায় বা কোনও স্পষ্ট কারণ ছাড়াই বমি বমি ভাব হয়, তাহলে সেটি লিভারের সমস্যার কারণে হতে পারে।
৩. পেটের মেদঃ ওজন বেড়ে যাওয়া বিশেষ করে পেটের মেদ বাড়লে তা লিভার সঠিকভাবে ফ্যাট বিপাক না করার ইঙ্গিত বহন করতে পারে।
৪. মুখ, ঘাড় বা বাহুমূলের কালো দাগঃ শরীরের বেশ কিছু অংশে পিগমেন্টেশন সরাসরি লিভারের অসুখের লক্ষণ। যার মধ্যে মুখ, ঘাড় ও বাহুমূলের কালো দাগ দেখলে প্রথমেই সতর্ক হন। 
৫. পেটের ডানদিকে অস্বস্তিঃ যদি আপনার পেটের ডানদিকের উপরে ব্যথা অথবা শক্তভাব লক্ষ্য করেন, যা চিকিৎসা পরিভাষায় ডান 'হাইপোকন্ড্রিয়াক রিজিওন' নামে পরিচিত, তা লিভারের প্রদাহের ইঙ্গিত দিতে পারে।